This Article is From Mar 22, 2019

প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত না মানলে বিজেপি করা ছেড়ে দিতে পারেনঃ দিলীপ

কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিথ  প্রামাণিককে নিয়ে দলের অন্দরে বিতর্কে সৃষ্টি হয়েছে।   কর্মীদের  একটা বড় অংশ নিশিথকে প্রার্থী করার  বিপক্ষে। 

প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত না মানলে বিজেপি করা ছেড়ে দিতে পারেনঃ দিলীপ

আমাদের দলে শৃঙ্খলা আছে, দলের সিদ্ধান্ত মানতেই হবে: দিলীপ

হাইলাইটস

  • প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত না মানলে বিজেপি করা ছেড়ে দিতে পারেনঃ দিলীপ
  • কোবিহারের বিজেপি কর্মীদের একটা বড় অংশ নিশিথকে প্রার্থী করার বিপক্ষে
  • কোচবিহার জেলার বিজেপির প্রধান কার্যালয়ে ভাঙচুর চলেছে
কলকাতা:

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) কোচবিহারের বিজেপি প্রার্থী (BJP Candidate)  নিশিথ প্রামাণিককে নিয়ে দলের অন্দরে বিতর্কে সৃষ্টি হয়েছে।  কোবিহারের বিজেপি কর্মীদের  একটা বড় অংশ নিশিথকে প্রার্থী করার  বিপক্ষে।  কয়েক মাস আগে তৃণমূলের এই যুব নেতাকে কেন প্রার্থী করা হয়েছে তা জানতে বিক্ষোভ দেখিয়েছেন কেউ কেউ।  কোচবিহার জেলার প্রধান কার্যালয়ে (District Party Office)  ভাঙচুর চলেছে।   তবে  রাজ্য বিজেপি সভাপতি  দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেছেন,  "আমরা  এমন একটা দল করি যেখানে শৃঙ্খলা আছে।  দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত  মানতে যাদের সমস্যা আছে তারা দল ছেড়ে দিতে পারে।  আমাদের সংগঠন এ রাজ্যে গত দু-তিন বছরে অনেকটাই বেড়েছে"।  এদিকে কোচবিহার বিজেপি সভাপতি সংবাদ সংস্থা আই এএনএসকে  বলেছেন নিশিথের  নাম তাঁরা প্রস্তাব  করেননি।  সমস্ত রাজনৈতিক প্রার্থী ঘিরে বিক্ষোভ থাকে।  সমস্তটাই মিটে যাবে।

প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় দল বদল করা নেতাদেরই গুরুত্ব দিল বিজেপি

জানা গিয়েছে এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী নিশীথ  প্রামাণি  গত মাসের ২৮ তারিখ পর্যন্ত ছিলেন তৃণমূলের যুবনেতা। তাঁকে প্রার্থী করায় ক্ষোভের সঞ্চার হয়েছে। কর্মীদের স্পষ্ট দাবি দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন এমন কাউকে প্রার্থী করা যাবে না। তবে বিজেপির জেলা  সভাপতি  জানিয়েছেন  নাম চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।  এ ব্যাপারে তাঁর কোন ভূমিকা নেই।  কিন্তু  এ কথা বলার পরও দলীয় কর্মীদের  ক্ষোভ প্রশমিত হয়নি। প্রারথীর নাম ঘোষণার পরই  তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে খবর।

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে)



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.