মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ভোটারদের বিজেপির পক্ষে ভোট দিতে বলছেন।
হাইলাইটস
- বিজেপির বিরুদ্ধে ভিন রাজ্য থেকে লোক ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করে তৃণমূল
- প্রায় সমস্ত শীর্ষস্থানীয় নেতার মুখেই শোনা যায় এই অভিযো
- কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছেঃ মমতা
কলকাতা: দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে ভিন রাজ্য থেকে লোক ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করে তৃণমূল। দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Bannerjee) থেকে শুরু করে শাসক দলের প্রায় সমস্ত শীর্ষস্থানীয় নেতার মুখেই শোনা যায় এই অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের সময় একই অভিযোগ উঠেছিল। এবার লোকসভা নির্বাচনের (General Elections 2019) একেবারে শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো দাবি করলেন আরএসএস এবং বিজেপি কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) পোশাক পরিয়ে রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সভা থেকে মমতা বলেন, ‘আমি কেন্দ্রীয় বাহিনীকে অশ্রদ্ধা করি না। কিন্তু তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তাদের ভোটারদের প্রভাবিত করতে বলা হচ্ছে। বস্তুত আমার মনে হয় আরএসএস কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর ছদ্মবেশে এরাজ্যে পাঠানো হয়েছে।'
হতাশা থেকেই ভারতী ঘোষকে আক্রমণ করেছে তৃণমূল দাবি বিজেপির
মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ভোটারদের বিজেপির পক্ষে ভোট দিতে বলছেন। এমনটা তাঁরা করেন কী করে? বিজেপির ভোট পাওয়া নিশ্চিত করা কেন্দ্রীয় বাহিনীর কাজ নাকি? কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসারকে কাজে লাগিয়ে মোদী সরকার বাংলায় ভোট করছে। ওদের যা মনে হচ্ছে ওরা সেটাই করার চেষ্টা করছে। এ ধরনের কাজ করায় (ভোটারদের প্রভাবিত করে) কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লজ্জিত হওয়া উচিত। আপনারা এখানে কাজ করতে এসেছেন। আজ আপনারা মোদী সরকারের অধীনে আছেন। কাল অন্য কারও অধীনে কাজ করতে হবে। তখন কী করবেন?' পাশাপাশি তাঁর দাবি ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীদের চালান গুলিতে তৃণমূল কর্মী আহত হয়েছেন। তিনি বলেন আমি শুনেছি আমার দলের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই আহত হয়েছেন।
বসিরাহাটে অশান্তি! ভাঙল বাবুলের নিরপত্তারক্ষীদের গাড়ি
এর আগেও বিজেপির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। একাধিকবার তৃণমূল অভিযোগ করেছে সীমান্তবর্তী জেলাতে অন্য রাজ্য থেকে লোক ঢুকিয়ে দেয় বিজেপি। আর এভাবেই তারা ভোট করানোর চেষ্টা করে। এবার সরাসরি মুখ্যমন্ত্রী এমন অভিযোগে সরব হলেন। পাল্টা বিজেপির দাবি ভোটের দিন সন্ত্রাস করেছে তৃণমূল-ই। গেরুয়া শিবিরের নেতারা জানিয়েছেন, নিজেদের পরাজয় সম্পর্কে তৃণমূল নিশ্চিত। তাই তারা হতাশা থেকে সন্ত্রাস করছে।