Read in English
This Article is From Mar 09, 2019

যারা ফাইল সামলাতে পারে না তারা দেশকে সুরক্ষা দেবে কী করে? রাফাল নিয়ে মোদীকে কটাক্ষ মমতার

রাফাল যুদ্ধ বিমান প্রসঙ্গে  আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
অল ইন্ডিয়া

এনডিএ সরকাররে সময় কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ২৬০ শতাংশ বেড়েছেঃ মমতা।

Highlights

  • রাফাল যুদ্ধ বিমান প্রসঙ্গে আরও একবার আক্রমণ শানালেন মমতা
  • কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ২৬০ শতাংশ বেড়েছে বলে দাবি মমতার
  • নারী দিবসে পদযাত্রা দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন মমতা
কলকাতা:

রাফাল যুদ্ধ বিমান প্রসঙ্গে  আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) এবং তাঁর সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফাল (Rafale Case) ফাইল ‘চুরি' যাওয়া নিয়ে  প্রতিক্রিয়া  দিতে গিয়ে মমতা বলেন, ‘যারা ফাইল সামলাতে পারে  না তারা দেশকে নিরাপদে রাখবে কী করে?' কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে  মুখ্যমন্ত্রী বলেন, ‘ এনডিএ সরকাররে সময় কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ( Terrorist activity)  ২৬০ শতাংশ বেড়েছে। ওদের সরকারে থাকার মেয়াদ ফুরিয়েছে তাই ওরা  কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019)পর নতুন সরকার  আসবে, কাশ্মীরে শান্তি আসবে।'  অন্য একটি প্রসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে  দেশের সম্পদ লুঠ করার অভিযোগ আনেন মমতা। এদিকে, শুক্রবার নারী দিবসে পদযাত্রা দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন মমতা। 

বড়সড় রদবদলের পথে ভারতীয় সেনা, সবুজ সংকেত দিলেন প্রতিরক্ষা মন্ত্রী

এর আগেও রাফাল নিয়ে সরব  হন মুখ্যমন্ত্রী।  তিনি বললেন, রাফাল তথ্য চুরি যাওয়া একটি  গুরুত্বপূর্ণ বিষয়। এটির তদন্ত করে  দেখা জরুরি। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো প্রশ্ন করেন যে যদি চুরি হয়ে থাকে  তাহলে  ছুপা রুস্তম কে সেটা জানাতে হবে। গোটা বিষয়টিকে তামাশা বলে ব্যাখ্যা করে টুইটারে হিন্দিতে তিনি লেখেন, ‘দেশে কী অবস্থা চলছে? প্রতিরক্ষা মন্ত্রকের মতো জায়গা থেকে তথ্য চুরি হয়ে যাচ্ছে! এটা দেশের জন্য  খুব বিপদজনক সময়। এই চুরির পেছনে কে আছে? ছুপা  রুস্তম কে সেটা জানতে তদন্ত হওয়া উচিত।'   

Advertisement

 

Advertisement