Lok sabha Election: আধিকারিকদের বদলি ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তৃণমূল
হাইলাইটস
- তৃতীয় দফার ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিশেষ পর্যবেক্ষক
- রাজ্যের সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলে তিনি মনে করেন
- বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে কাজ চালিয়েছেন অজয়
কলকাতা: তৃতীয় দফার (phase 3) ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের (West Bengal) বিশেষ পর্যবেক্ষক (Poll Observer ) অজয় বি নায়েক (Ajay V Nayak)। তাঁর মনে হয় পশ্চিমবঙ্গের এখনকার অবস্থার সঙ্গে ১০-১৫ বছর আগের বিহারের (Bihar) পরিস্থিতির তেমন কোনও ফারাক নেই। তিনি বলেন, ‘ পশ্চিমবঙ্গের অবস্থা ১০-১৫ বছর আগের বিহারের মতো। কিন্তু বিহারের ভোটাররা পরিস্থিতি বদলাতে পারলে বাংলা কেন পারল না? পাশাপাশি তিনি জানিয়ে দেন পরিস্থিতি সামাল দিতে বিহারের প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হত আর এখন পশ্চিমবঙ্গেও সেটাই করতে হবে। রাজ্যের সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।' একটা সময় বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে কাজ চালিয়েছেন অজয়। রাজ্যে দু'দফা ভোট হয়ে যাওয়ার পর তাঁকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির মতো বিরোধী দলগুলি তাঁর কাছে একাধিক বিষয়ে অভিযোগ করেছে। তারপরই এ ধরনের মন্তব্য করলেন তিনি।
কোচবিহার এবং আলিপুরদুয়ারের ভোটে গোলমালের খবর এসেছিল। সেখানে পুনর্নির্বাচনের দাবি উঠলেও তা খারিজ করে দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। তবে তৃতীয় দফার ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে ৯২ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। তাছাড়া সশস্ত্র নন এমন কোনও পুলিশ আধিকারিককে বুথের ১০০ মিটারের মধ্যে আসতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
এ ধরনের ব্যবস্থা করা গেলে পশ্চিমবঙ্গে ভোট শান্তিতেই হবে বলে তিনি মনে করেন। তবে কিছুটা আশার কথাও শুনিয়েছেন তিনি। তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি আগের থেকে ভালো হচ্ছে। আমি নিশ্চিত আগামী লোকসভা নির্বাচনের সময় এত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়বে না।
বিশেষ পর্যবেক্ষকের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে রাজ্যের শাসক দল ইতিমধ্যে চিঠি লিখে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে। এর আগেও আধিকারিকদের বদলি ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তৃণমূল।এদিকে নদীয়ার নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা আধিকারিক অর্ণব রায় এখনও নিখোঁজ। তিনি কোথায় আছেন তা স্পষ্ট নয়।