রাজ্যের ২১'টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোট করবে বিজেপি-এআইএডিএমকে
নিউ দিল্লি: মঙ্গলবার তামিলনাড়ুর শাসকদল এআইএডিএমকে-র সঙ্গে নিজেদের সমঝোতা করে নিল কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। আগামী লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতের এই প্রবল শক্তিশালী দলের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবে বিজেপি। গেরুয়া শিবিরের আশা, এর ফলে ভারতের দক্ষিণ প্রান্তেও তাদের দিকে সমর্থনের ঢেউ ধেয়ে আসবে। এআইএডিএমকে-র পক্ষ থেকে জানানো হয়েছে তামিলনাড়ুর ৩৯'টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি লড়াই করবে ৫'টি কেন্দ্রে। বাকি ৩৪'টিতে লড়বে এআইএডিএমকে। প্রসঙ্গত, ২০১৪ সালে তামিলনাড়ু থেকে মাত্র একটি আসন জিততে পেরেছিল বিজেপি। কন্যাকুমারী লোকসভা কেন্দ্রের সেই বিজয়ী প্রার্থী পোন রাধাকৃষ্ণন কেন্দ্রীয় মন্ত্রীও হন।
এছাড়া, এই দুই দল তামিলনাড়ুর বিধানসভা উপনির্বাচনের ২১'টি কেন্দ্রেও লড়াই করবে জোট বেঁধে। বিজেপির পক্ষ থেকে এই কথা জানান পীযুষ গোয়েল।
তিনি বলেন, "এই জোট তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করবে এআইএডিএমকে-র নেতৃত্বে এবং লোকসভায় লড়াই করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে"।
এই জোটকে বিজেপির সাফল্য হিসাবেই দেখছে রাজনেতিক মহল। তার কারণ, তামিলনাড়ুর দলটি বহুদিন ধরেই বিজেপির সঙ্গে জোট করার সমস্ত প্রস্তাব উড়িয়ে দিয়েছিল। অন্যদিকে, তামিলনাড়ুতে প্রবল দুর্বল বিজেপি দীর্ঘদিন ধরেই এই জোটটি করার জন্য মুখিয়ে ছিল।
অবশেষে তাদের সেই স্বপ্ন দিনের আলো দেখল।