This Article is From Apr 04, 2019

মোদীর সভা শেষ, ব্রিগেডে বিজেপির 'স্বচ্ছ ভারত' অভিযান

Lok Sabha elections 2019: ভারতীয় জনতা পার্টির দাবি অনুযায়ী, নরেন্দ্র মোদীর সভায় কয়েক লক্ষ লোক এসেছিল গতকাল।

মোদীর সভা শেষ, ব্রিগেডে বিজেপির 'স্বচ্ছ ভারত' অভিযান
কলকাতা:

বুধবার ব্রিগেডে বিশাল জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ২০০ জন বিজেপি কর্মী মোদীর জনসভার পর মাঠে যা যা আবর্জনা পড়েছিল, তা কেন্দ্রের ‘স্বচ্ছ ভারত' অভিযানের অংশ হিসাবে পরিষ্কার করে ফেললেন। ভারতীয় জনতা পার্টির দাবি অনুযায়ী, নরেন্দ্র মোদীর সভায় কয়েক লক্ষ লোক এসেছিল গতকাল। যদিও, সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে বিরোধী শিবির। নরেন্দ্র মোদী গতকাল মঞ্চ থেকেও বলেছিলেন যে, ব্রিগেডে এত লোক কখনও হয়নি এর আগে। সংবাদসংস্থা আইএএনএস'কে বিজেপি যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, “ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পরিষ্কার করে তুলতে আমাদের কলকাতা শাখার প্রায় ২৫০ জন কর্মী হাত লাগিয়েছেন"।

তাঁর আশা, বৃহস্পতিবার সন্ধের মধ্যেই সম্পূর্ণ 'স্বচ্ছ' হয়ে উঠবে ব্রিগেড।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.