This Article is From May 13, 2019

বাংলায় দাঁড়িয়ে জয় শ্রী রাম বলছি,ক্ষমতা থাকলে গ্রেফতার করুন, মমতাকে চ্যালেঞ্জ অমিতের

মমতা ভয় পেলেন আমি সভা করলে ভাইপো হেরে যেতে পারেন। তাই আমার সভার অনুমতি বাতিল করে দিলেন তিনি: অমিত

বাংলায় দাঁড়িয়ে জয় শ্রী রাম বলছি,ক্ষমতা থাকলে গ্রেফতার করুন, মমতাকে চ্যালেঞ্জ অমিতের

হাইলাইটস

  • রাজ্যে এসে তৃণমূলকে তুমুল আক্রমণ করলেন বিজেপি সভাপতি
  • বিজেপি সভাপতি অমিত শাহর একটি সভা বাতিল করেছে রাজ্য সরকার
  • জয়নগরের সভা থেকে পাল্টা রাজ্য প্রশাসনকে কলা চ্যালেঞ্জের মুখে ফেললেন অমিত
জয়নগর, পশ্চিমবঙ্গ:

কয়েক ঘন্টা আগেই বিজেপি সভাপতি অমিত শাহর (BJP President Amit Sha)  একটি সভা বাতিল করেছে রাজ্য সরকার। আজ রাজ্যের তিন জায়গায় সভা করার কথা ছিল বিজেপি সভাপতি কিন্তু যাদবপুরে সভার অনুমতি দেয়নি প্রশাসন। এমতাবস্থায় জয়নগরের সভা থেকে পাল্টা রাজ্য প্রশাসনকে কলা চ্যালেঞ্জের মুখে ফেললেন অমিত। তিনি বললেন, ‘মমতা দিদি আমি এই বাংলায় দাঁড়িয়ে জয় শ্রী রাম বলছি। আর কলকাতার দিকে রওনা হচ্ছি। আপনার যদি সাহস থাকে তাহলে আমায় গ্রেফতার করুন।' দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের (Jaynagar loksabha Constituency) সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন অমিত। তিনি বলেন, ‘আমার তিন জায়গায় সভা করার কথা ছিল। এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে   লড়ছেন। মমতা ভয় পেলেন আমি সভা করলে ভাইপো হেরে যেতে পারেন। তাই আমার সভার অনুমতি বাতিল করে দিলেন তিনি। শুধু অমিত নন একদিনের মধ্যে বিজেপির একাধিক শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। 

মমতার ছবি বিকৃত করার অভিযোগে গ্রেফতার বিজেপি সমর্থক, সুপ্রিম কোর্টে মামলা করল পরিবার

গতকাল রাজ্যে এসে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বিরোধী শিবিরকে একযোগে কটাক্ষ করেন। তিনি বলেন দেশের একজন  স্থায়ী প্রধানমন্ত্রী প্রয়োজন। চুক্তির ভিত্তিতে প্রধানমন্ত্রীর আসনে বসবেন এমন কাউকে দেশের দরকার নেই। পাশাপাশি ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। প্রায় একই সময়ে দিল্লিতে আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের  নেতৃত্বে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপিরএক প্রতিনিধি দল। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচনে অবাধে ছাপ্পা ভোট হয়েছে। সুষ্ঠুভাবে ভোট করা সম্ভব হয়নি এই দাবিকে সামনে রেখেই কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। পরে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ বলেন, ‘মমতা বলেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল যেভাবে হতাশার নিদর্শন পেশ করছে তা থেকে স্পষ্ট মমতা সরকারেরই মেয়াদ ফুরিয়ে গিয়েছে।'

.