This Article is From Apr 09, 2019

নির্বাচন কমিশনের কাছে সুরজিৎ কর পুরকায়স্থের অপসারণের আর্জি বিজেপির

Lok Sabha elections 2019: গত বছর মার্চ মাস থেকে রাজ্য সরকার এই নিরাপত্তা উপদেষ্টার পদটি তৈরি করে।   

Advertisement
অল ইন্ডিয়া

নিরাপত্তা উপদেষ্টাকে সরানোর আর্জি রাজ্য বিজেপির। (ছবি প্রতীকী)

কলকাতা:

রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ(surojit kar purokayastha) রাজ্যের পুলিশকর্তাদের ‘স্বাধীনভাবে' কাজ করতে দিচ্ছেন না বলে মঙ্গলবার অভিযোগ জানাল রাজ্য বিজেপি (BJP)। শুধু এই অভিযোগ জানানোই নয়, তার সঙ্গে সুরজিৎ কর পুরকায়স্থের(surojit kar purokayastha) অপসারণের দাবিও তারা জানাল নির্বাচন কমিশনের (Eelection Commission) কাছে। নিজেদের রাজনৈতিক সুবিধার জন্যই এই নিরাপত্তা উপদেষ্টার পদটি তৈরি করেছে রাজ্য সরকার, এই অভিযোগ করে পদটি তুলে দেওয়ার দাবিও জানাল গেরুয়া শিবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা(Rahul Sinha) বলেন, “শাসক দলের সুবিধা করে দেওয়ার জন্যই এই অযৌক্তিক পদটির সৃষ্টি করেছে রাজ্য সরকার। অবিলম্বে সুরজিৎ পুরকায়স্থকে এই পদটি থেকে সরিয়ে তারপর পদটিই বিলুপ্ত করার আর্জি আমরা রেখেছি নির্বাচন কমিশনের(Eelection Commission) কাছে”।

'লজ্জা করে না, সেনা-শহিদদের নাম করে ভোট চাইছে', মোদীকে আক্রমণ মমতার

লোকসভা নির্বাচনের(Lok Sabha elections 2019) দু'দিন আগে কোচবিহারের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অভিষেক গুপ্তকে নির্বাচন কমিশন(Eelection Commission) সরিয়ে দেওয়ার পরেই এই দাবি জানায় বিজেপি। প্রসঙ্গত, অভিষেক গুপ্ত'র জায়গায় ওই পদে এসেছেন অমিত কুমার সিং।

Advertisement

গত বছর মার্চ মাস থেকে রাজ্য সরকার এই নিরাপত্তা উপদেষ্টার পদটি তৈরি করে।   



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement