রায়না, বর্ধমান: তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার ফের অভিযোগ করলেন যে, চলতি লোকসভা নির্বাচনে বিজেপিকে সাহায্য করার জন্য একজোট হয়ে কাজ করে চলেছে কংগ্রেস ও সিপিএম। যাতে নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী পদে বসতে পারেন, সেই লক্ষ্যেই হাত মিলিয়েছে ডান ও বাম। তাঁর (Mamata Banerjee) কথায়, সিপিএম আমলে এই রাজ্যের বহু সিপিএম ভক্ত এখন ‘পালটি খেয়ে' বিজেপিতে নাম লিখিয়েছে। বর্ধমানের রায়নার একটি জনসভা থেকে মমতা (Mamata Banerjee) বলেন, “কংগ্রেস আর সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপিকে সমর্থন করছে। সব খবর আছে আমার কাছে। ওদের একটাই লক্ষ্য, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা। এই তিনজনের মধ্যে বিজেপি হল ‘রাম', সিপিএম হল ‘বাম' আর কংগ্রেস হল ‘শ্যাম'! রাম, বাম, শ্যাম এখন একসঙ্গে! দারুণ বন্ধুত্ব ওদের”!
সভায় লোক হচ্ছে না বলে মমতা মিছিল করছেনঃ অমিত
তিনি (Mamata Banerjee) আরও বলেন, “সিপিএমের হার্মাদ ছিল যারা, তারাই এখন বিজেপিতে গিয়ে ‘দাদা' হয়েছে। কিছুতেই কংগ্রেস বা সিপিএমকে ভোট দেবেন না আপনারা। সর্বনাশ হয়ে যাবে। আপনারা কংগ্রেস বা সিপিএমকে ভোট দিলে ওই ভোট সরাসরি চলে যাবে বিজেপির কাছে। তার কারণ, ওরা সবাই হাতে হাত মিলিয়ে ফেলেছে এখন”!
রাজ্যে বিজেপি সমান্তরাল সরকার চালাচ্ছে দাবি মমতার
বিজেপিকে ‘বসন্তের কোকিল' বলেও তীব্র কটাক্ষ করলেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “কোনওদিন এই রাজ্য নিয়ে ভেবেছে বিজেপি? কোনওদিন এই রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে? এখন ভোট এসেছে বলে ‘সাধু' হয়ে গেল ওরা! ভোট চাইছে! কোন মুখে ভোট চায় বিজেপি? এই জেলা যখন গত বছর বন্যায় ভেসে গিয়েছিল, তখন কোথায় ছিল ওরা? কোথায় ছিল এইসব নেতাদের বড় বড় বুকনি? ওরা কোনও কাজ করতে পারে না। চায়ও না। ওরা কেবল ধর্মের নামে বাংলাভাগ করার ছক করে যাচ্ছে”।
রবিবার শেষ হল রাজ্যে তৃতীয় দফায় ভোটের প্রচার
এবারের বর্ধমান-দুর্গাপুর লোকসবা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আহলুওয়ালিয়াকেও একহাত নেন তৃণমূল সুপ্রিমো। প্রসঙ্গত, এর আগে দার্জিলিং-এর সাংসদ ছিলেন আহলুওয়ালিয়া। মমতা বলেন, “এখানে যে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে তাকে ভোট দেওয়া মানে নিজেদের পায়ে কুড়ুল মারা। আগে দার্জিলিং-এর সাংসদ ছিল। কী করেছে সেখানে, অশান্তি ছাড়া? আমরা দার্জিলিং-এর শান্তি ফিরিয়ে এনেছি। কিন্তু ওদের বর্ধমানের শান্তি নষ্ট করতে দেব না কিছুতেই”।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)