This Article is From May 12, 2019

খাদ্যমন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

Lok sabha Elections 2019: দলের প্রবীণ নেতা তথা দমদম উত্তরের বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন এ ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে আমি জানি না

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

 রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। খাদ্যমন্ত্রী অভিযোগ সিপিএমের মিছিল থেকেই তার গাড়ির উপর হামলা হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁকেও আক্রমণের চেষ্টা হয়েছিল বলে তাঁর দাবি।

অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। দলের প্রবীণ নেতা তথা দমদম উত্তরের বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন এ ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে আমি জানি না। গত কয়েক দিনে একাধিক বার উত্তর চব্বিশ পরগনার রাজনীতি  উতপ্ত  হয়ে উঠেছে। দিন কয়েক আগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন  বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি অভিযোগ করেন এই ঘটনার নেপথ্যে খাদ্যমন্ত্রীর হাত আছে। সেই অভিযোগ অস্বীকার করেন জ্যোতিপ্রিয়। এবার তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল।                                  

Advertisement