হাইলাইটস
- Sunny Deol said PM Modi has done a great work in the last 5 years
- Mr Deol, is BJP's choice to wrestle the Gurdaspur seat back from Congress
- In blistering heat, he held a roadshow for the third straight day
গুরুদাসপুর: বড় পর্দায় তিনি দেশপ্রেমের আইকন। একাধিক ছবিতে তাঁর দেশপ্রেম দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। নতুন করে ভাবার রসদ পেয়েছেন আপামর দর্শক। কিন্তু বাস্তব জীবনে একেবারেই অন্যরকম সানি দেওল। এবার পাঞ্জাবের গুরুদাসপুর আসন থেকে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। মাত্র কয়েক দিন আগে বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক করেন সানি। সেই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।
দেশের অন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা সুযোগ পেলেই পাকিস্তানকে আক্রমণ করেন। সেখানে সানি অত্যন্ত সংযত ভূমিকা পালন করলেন। এনডিটিভিকে তিনি বললেন, ‘ছবি আর বাস্তব জীবন আলাদা। সিনেমায় যা সম্ভব সেটা বাস্তবে সম্ভব নয়। আমি আমার নিজের জীবনে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করেছি। আমার মানসিকতাও ইতিবাচক মনোভাবের পরিচায়ক।'
ICSE & ISC Results: কলকাতা একশোয় একশো! দ্বাদশে দেশের সেরা এ শহরের দেবাঙ্গ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী দারুণ কাজ করেছেন। আমি শুধু তাঁর সঙ্গী হতে চেয়েছি। দেশের সবাইকে এক জায়গায় নিয়ে এসে আরও এগিয়ে নিয়ে যাওয়াই একজন ভালো নেতার লক্ষণ আর সেটা প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে। অন্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আরও এক জায়গায় ফারাক আছে বিজেপির এই গুরুদাসপুরে প্রার্থীর। তিনি স্পষ্টই বলেছেন, রাজনীতিতে নতুন তাই সমস্ত কিছু সম্পর্কে ততটা ওয়াকিবহাল নন। তাঁর কথায়, ‘ আমি এয়ার স্ট্রাইক বা পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানি না। আমি মানুষকে সেবা করতে এসেছি। নির্বাচনে জিতলে সেই সুযোগ আমার কাছে আসবে।'
দিলীপ ঘোষের সম্পত্তি তিন বছরে কতটা বাড়ল?
জীবনের ৬২টা বসন্ত পেরিয়ে আসা সানিকেই এবার বিজেপি প্রার্থী করেছে গুরুদাসপুরে। কে উপেক্ষা করে এ প্রান্ত থেকে সে প্রান্ত প্রচার করছেন বড় পর্দার তারকা। তাঁকে প্রশ্ন করা হয় বড় পর্দায় অভিনয়ের সুবাদে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন ভোটের ময়দানে কি সেটাকেই ব্যবহার করছেন? তাঁর উত্তর আমি কোনও কিছুকে ব্যবহার করতে চাই না। আমি শুধু দেশের জন্য কাজ করতে চাই। জিতলে ভালো কাজ করার চেষ্টা করব। সাধারণভাবে মানুষের মনে হয় রাজনৈতিক নেতা-নেত্রীরা তাদের জন্য কাজ করেন না। আমি শুধু সেই ধারণাটাই বদলাতে চাই। আর সেই কারণেই রাজনীতিতে এসেছি। নীতি আদর্শ ঠিক থাকলে যে কোনও সাফল্যই অর্জন করা সম্ভব। বিজেপিকেই বেছে নেওয়ার কারণ কী? অভিনেতা বললেন আমি মানুষের জন্য কাজ করতে চাই বলে নির্বাচনে লড়ছি। আমার বাবা বাজপেয়ীজির ঘনিষ্ঠ ছিলেন আর আমি মোদীজিকে বেছে নিলাম।