নিউ দিল্লি: লোকসভা নির্বাচন (Lok Sabha election) শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। তার আগেই কোচবিহারের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অভিষেক গুপ্তকে সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর জায়গায় নিয়ে এল অমিত কুমার সিং-কে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal government) স্বরাষ্ট্রসচিবকে একটি চিঠি দিয়ে জানানো হয় যে, অভিষেক গুপ্তকে সরানোর নির্দেশ দিয়ে দিয়েছে কমিশন(Election Commission)। ওই চিঠিতেই বলা হয়েছে যে, অভিষেক গুপ্তকে কোনও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া যাবে না। প্রসঙ্গত, মাত্র তিনদিন আগেই কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা সহ রাজ্য পুলিশের তিন পদস্থ কর্তাকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া এবং নির্বাচনী দায়িত্ব থেকেও রেহাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন।
প্রতিশ্রুতি রাখতে না পেরে বিজেপি এখন পেন, টি-শার্ট দিয়ে ভোলাচ্ছে: তৃণমূল
অনুজ শর্মা ছাড়াও ছিলেন বিধাননগর পুলিশের কমিশনার জ্ঞানবন্ত সিং। বীরভূমের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শ্যাম সিং এবং ডায়মন্ড হারবারের সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ এস সেলভামুরুগান।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)