This Article is From Apr 19, 2019

আচমকা নিখোঁজ হয়ে গেলেন রানাঘাটের ইভিএম-এর দায়িত্বে থাকা অফিসার

আগামী ২৯ এপ্রিল রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন।

আচমকা নিখোঁজ হয়ে গেলেন রানাঘাটের ইভিএম-এর দায়িত্বে থাকা অফিসার

১৮ এপ্রিল সন্ধেবেলা থেকেই নিখোঁজ তিনি। (ছবি প্রতীকী)

নদীয়া:

নির্বাচন সংক্রান্ত হিংসা এই রাজ্যে কোনওকালেই অপ্রতুল নয়। তা ঘটেই চলে। বাড়িতে তোলে কপালে চিন্তার ভাঁজ। আরও সতর্ক হয়ে ওঠে প্রশাসন। তবু, ভবি যেন বলবার নয়। ভবি যেন ভোলবার ছিলই না কখনও। ২০১৯ সালের লোকসভা নির্বাচন সাতটি দফার প্রতিটি দফাতেই পশ্চিমবঙ্গে নির্বাচন হবে বলে যখন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, তারপরও বেশ কিছু জেলায় প্রিসাইডিং অফিসাররা বিক্ষোভ করেছিলেন বুথে বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবিতে। তাঁদের দাবি অধিকাংশ ক্ষেত্রেই মানা হয়েছিল। তারপরেও অঘটন এড়ানো গেল না। রানাঘাটের ইভিএম মেশিনের দায়িত্বে থাকা অফিসারকে অপহরণ করা হয়েছে বলে শুক্রবার জানাল পুলিশ।

আগামী ২৯ এপ্রিল রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন।

সাধ্বী বললেন হেমন্ত কারকারেকে অভিশাপ দিয়েছিলাম, শুনে হাততালি দিলেন বিজেপি নেতারা

নদীয়া জেলার এক পদস্থ পুলিশকর্তা জানান, “মধ্যত্রিশের ওই অফিসারের নাম অর্ণব রায়। ১৮ এপ্রিল সন্ধেবেলা থেকেই নিখোঁজ তিনি। কীভাবে নিখোঁজ হলেন, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, যদি এটি অপহরণের ঘটনা হয়ে থাকে, তবে কোন উদ্দেশ্যেই বা এই অপহরণ- সবই খতিয়ে দেখছি আমরা। এখনও পর্যন্ত তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি”।

এই ঘটনার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ওই নিখোঁজ অফিসারের অনুসন্ধানের জন্য নির্বাচন কমিশন এবং পুলিশ একসঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করে চলেছে। আশা করা যায়, খুব শীঘ্রই কোনও খবর পাওয়া যাবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.