This Article is From Apr 26, 2019

গোটা দেশে প্রতিষ্ঠানের স্বপক্ষে হাওয়া বইছেঃ মোদী

বারাণসীর ভোটারদের তিনি বলেন, এবার ভোটের সমস্ত রেকর্ড ভেঙে দিন।                                  

বারাণসীর ভোটারদের তিনি বলেন, এবার ভোটের সমস্ত রেকর্ড ভেঙে দিন।                                  

বারাণসী:

এই প্রথম স্বাধীনতার পর গোটা দেশে প্রতিষ্ঠানের (Pro Incumbency) স্বপক্ষে  হাওয়া বইছে। বারাণসীতে দলীয় কর্মীদের একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi )।  পাশাপাশি বারাণসীর ভোটারদের তিনি বলেন, এবার ভোটের সমস্ত রেকর্ড ভেঙে দিন। কর্মীদের  প্রধানমন্ত্রী বলেন, নেতিবাচক আলোচনায় যোগ দেবেন না। নমো অ্যাপ পড়ুন। বিশেষ করে প্রথম যারা ভোট দেবেন তাঁদের অবশ্যই ওটা পড়া উচিত। প্রধানমন্ত্রীর পদটা আনন্দ করার জন্য নয় ।এটা কোনও পরিবারের জন্য নয়। এটা দেশের ১৩০ কোটি মানুষের জন্য। আপনারা যদি মোদীর সৈনিক হয়ে থাকেন তাহলে টিভিতে যে আলোচনা হয় সেসব শুনে মন খারাপ করবেন না। রাজনীতিতে ভালোবাসা এবং বন্ধুত্ব দাম আছে ধীরে ধীরে সে গুলি নতুন দিশা পাচ্ছে। মোদীকে যতই কুৎসা করা হোক না কেন আপনারা চিন্তিত হবেন না।  

তিনি বলেন, এখন সংবাদ মাধ্যম বারাণসীর  ভোট নিয়ে কোনও আগ্রহ নেই। ওরা জানে বারাণসী  ওদের টিআরপি দেবে না। মোদী জিতেই গিয়েছেন। তাঁর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংবাদ সংস্থা এএনআই কে বলেছেন সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে এনডিএ।  বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন মানুষটা অবশ্যই ভাগ্যবান তাই তারা প্রধানমন্ত্রী কে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে দলীয় কর্মীদের প্রধানমন্ত্রী বলেন এ বারে ভোট যাতে অতীতের সমস্ত নজির ভেঙে দেয় সেটা মাথা রাখতে হবে মনে রাখবেন কোন একটি বুথে যদি আপনাদের পরাজয় হয় তাহলে জিতেও আমি আনন্দ পাব না।

.