Read in English
This Article is From Mar 29, 2019

তৃণমূলকে 'বিজেপি হারাতে পারবে না' বলে ১৫ আসনে প্রার্থী দিচ্ছে শিবসেনা

রাজ্যে শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার জানান বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে পারবে না।

Advertisement
অল ইন্ডিয়া

গত কয়েক  বছরে বিজেপির সংগঠন পশ্চিমবঙ্গে বেড়েছে কিছুটা.

Highlights

  • এই প্রথম এ রাজ্য থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে শিবসেনা
  • শিবসেনা বৃহস্পতিবার ঘোষণা করেছে তারা রাজ্যের ১৫টি আসনে প্রার্থী দেবে
  • তমলুক কাঁথি মেদিনীপুর উত্তর কলকাতা পুরুলিয়ার মতো আসনে লড়ছে শিবসেনা
কলকাতা:

এই প্রথম এ রাজ্য থেকে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) ) প্রার্থী দিচ্ছে শিবসেনা (Shiv Sena)।  কেন্দ্রে বিজেপির সঙ্গে সরকার চালানো শিবসেনা বৃহস্পতিবার ঘোষণা করেছে তারা রাজ্যের  ১৫টি আসনে প্রার্থী দেবে।  এর মধ্যে ১১ টি কেন্দ্রের  প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। আরও চারটি  আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে দু-একদিনের মধ্যেই।  প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে এ রাজ্যে শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার জানান বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে পারবে না।  বিজেপিতে   তৃণমূলের বাতিল হওয়া নেতারাই যোগ দিচ্ছেন।  এখন বিজেপি আসলে বর্ধিত তৃণমূল। এমতাবস্থায় আমরা প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।  

তমলুক কাঁথি মেদিনীপুর  উত্তর কলকাতা পুরুলিয়া ব্যারাকপুর বারাসাত বিষ্ণুপুর উত্তর মালদা এবং যাদবপুরে প্রার্থী দেওয়া হবে বলে  জানানো হয়েছে। 

কিছুতেই বিজেপিকে দেশকে টুকরো করতে দেব নাঃ মমতা

Advertisement

গত কয়েক  বছরে বিজেপির সংগঠন পশ্চিমবঙ্গে বেড়েছে কিছুটা.  শিবসেনার  সংগঠনেও পরিবর্তন এসেছে। অশোক  সহ   বিজেপির  কয়েকজন নেতা  দল ছেড়ে শিবসেনায় যোগ দিয়েছেন।  আবার শিবসেনার গুরুত্বপূর্ণ নেতারাও এসেছেন বিজেপিতে।  কেন্দ্রীয় স্তরে  বিজেপির সঙ্গে  শিবসেনার বৈরিতা দেখা  গিয়েছে।  একটা সময় শিবসেনা লোকসভা নির্বাচনে একা লড়ার কথা  ঘোষণা করে। তবে  এখন মহারাষ্ট্রে  জোট  করেই লড়বে  দুটি দল।        

Advertisement
Advertisement