প্রচারের আগে অভিযান হোক বা ইস্তেহার- সবেতেই বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল।
হাইলাইটস
- মিউজিক ভিডিতে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরল তৃণমূল
- এই ভিডিওতে বেশ কয়েকটি বিষয়কে আলাদা করে স্থান দেওয়া হয়েছে
- নিজের টুইটার এবং ফেসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন মমতা
কলকাতা: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2019) জন্য মিউজিক ভিডিও প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC Supremo) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে অভিযোগ করে ভিডিওতে বলা হয়েছে বাংলায় শান্তি এবং সহবস্থানের পরিস্থিতি আছে. সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) আছে। ২ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে বেশ কয়েকটি বিষয়কে আলাদা করে স্থান দেওয়া হয়েছে। নিজের টুইটার এবং ফেসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন মমতা। ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম সবেতেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, "মা মাটি মানুষের কথা আছে এই ভিডিওতে, লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2019) আগে সেটিকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমার ভালো লাগছে"। ওখানে আগে প্রধানমন্ত্রী হিসাবে নামে একটি অভিযান শুরু করেছে তৃণমূল। এবার মিউজিক ভিডিও প্রকাশ করল তৃণমূল।
মোদীকে 'এক্সপায়ারিবাবু' বলে কটাক্ষ মমতার
প্রচারের আগে অভিযান হোক বা ইস্তেহার- সবেতেই বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। দুই দলের দ্বৈরথে সরগরম রাজ্য রাজনীতি। গতকাল রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির কাওয়াখালির ময়দান থেকে বলেন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ – সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্পিড বেকারের ভূমিকা পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবারতান্ত্রিক রাজনীতির অভিযোগও তোলেন তৃণমূলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেসের কায়দায় পরিবারতান্ত্রিক রাজনীতি করছে তৃণমূল। এই পিসি – ভাইপোর রাজনীতি বাংলাকে শেষ করে দেবে"। দিনহাটার সভা থেকে মমতা বলেন, "আগে দিল্লি সামলান, তারপর বাংলা নিয়ে ভাববেন"। এ প্রসঙ্গে মমতা বলেন, "আপনারা জানেন ভোটার স্ট্রাইক কী! শুধু আপনারাই দেশের বন্ধু আর বাকি সবাই শত্রু নাকি! আমি দেশপ্রেমিক কিনা সেই সার্টিফিকেট আপনার থেকে নেব না"!