This Article is From Apr 08, 2019

কী হবে তেলেঙ্গানার ভোট চিত্র? প্রণয় রায়ের বিশ্লেষণ পড়ুন

লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2019) প্রভাব যাতে বিধানসভা নির্বাচনে কোনও ভাবেই না পড়ে তা নিশ্চিত করতে সময়ের আগেই ভোট করিয়েছিলেন  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Lok Sabha Elections 2019: ডিসেম্বর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে লোকসভা ভোটের সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছিল

হাইলাইটস

  • বিধানসভা নির্বাচন কেসিআরের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছিল আরও একবার
  • মোট ১১৯ টি আসনের মধ্যে ৮৮টি জিতেছে চন্দ্রশেখরের দল
  • । ৮৮ টি বিধানসভায় জেতা মানে ১৫টি লোকসভায় এগিয়ে থাকা
নিউ দিল্লি:

লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2019) প্রভাব যাতে বিধানসভা নির্বাচনে কোনও ভাবেই না পড়ে তা নিশ্চিত করতে সময়ের আগেই ভোট করিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আর সেই বিধানসভা নির্বাচন কেসিআরের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছিল আরও একবার। অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য গঠনের কথা ঘোষণা হয় ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে। কিন্তু প্রক্রিয়া সম্পন্ন হয় জুলাই মাস নাগাদ। ততদিনে শপথ নিয়ে নিয়েছে নতুন সরকার। তার মানে  সেদিক থেকে দেখতে গেলে এটাই তেলেঙ্গানার প্রথম লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019)। গত ডিসেম্বর মাসেই  বিধানসভা নির্বাচন হয়েছে তেলেঙ্গানায়। তাতে মোট ১১৯ টি আসনের মধ্যে  ৮৮টি জিতেছে  চন্দ্রশেখরের দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। ৮৮ টি বিধানসভায় জেতা মানে ১৫টি লোকসভায় এগিয়ে থাকা।আর ২১ টি বিধানসভা আসনে জেতায় কংগ্রেস এগিয়ে ১টি লোকসভা আসনে।

8pl5eni

 বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনেও ভাল ফল করে টিআরএস। 2a9i29v

বিধানসভা নির্বাচনে ৪৭ শতাংশ ভোট পেয়েছিল টিআরএস।

2o6qk7tc

 বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনেও ভাল ফল করেছে  কেসিআরের দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি।      

dkh0s3r8

 বিধানসভা নির্বাচনে ৪৭ শতাংশ ভোট পেয়েছিল টিআরএস। .

a9p7n3e8

ডিসেম্বর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে লোকসভা ভোটের সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছিল।   

 নির্বাচন- রাজনীতির সাধারণ প্রবণতা হল যে রাজ্যে যে দল বিধানসভা নির্বাচনে জেতে সেখানে তাদের লোকসভার ফলও ভাল হয়। প্রবণতা আরও বলে লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়ে  কমবেশি ২৫ শতাংশ।.

iidpgbmk

ভোটারদের মধ্যে কেসিআরের প্রভাব খুবই বেশি। এ ব্যাপারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে এগিয়ে  

lls0j71c

নির্বাচনী পক্রিয়ায় সন্তর্পণে নিজেদের উপস্থিতির প্রমাণ দিয়েছে আঞ্চলিক দলগুলি।     .

li7f3rpo

 প্রথম দফাতেই এ রাজ্যের সমস্ত আসনে ভোট নেওয়া হয়ে যাবে।        

.