This Article is From Apr 11, 2019

LIVE UPDATES: ১ টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫৫.৯ শতাংশ

Lok Sabha elections 2019: বাংলারশাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হল এই দুই লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী

LIVE UPDATES:  ১ টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫৫.৯ শতাংশ

আজ থেকে  শুরু হচ্ছে  লোকসভা নির্বাচন (Lok Sabha elections 2019)। দেশের মোট ৯১টি কেন্দ্রের মতো রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ভোট হবে আজ । আলিপুরদুয়ার এবং কোচবিহার। বাংলারশাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হল এই দুই লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী। এছাড়া, এই দুই কেন্দ্রে অস্তিত্বের লড়াই বামফ্রন্ট এবং কংগ্রেসের। বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী লড়াই করবেন কোচবিহার  (Cooch Behar) থেকে এবং বাম সমর্থিত আরএসপি প্রার্থী লড়াই করবেন আলিপুদুয়ার (Alipurduar) থেকে। উত্তরবঙ্গের এই দুই কেন্দ্রের ভোটের মূল ইস্যুগুলি হল দুর্নীতি,সাম্প্রদায়িকতা, এনআরসি, চিটফান্ড কেলেঙ্কারী, উন্নয়ন, নিরাপত্তা এবং চা বাগানের শ্রমিকদের উন্নতি। যে ইস্যুগুলোর কথা আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গ কেন্দ্রে জনসভা করতে এসে বারবার বলে গিয়েছেন বিভিন্ন দলের নেতা ও নেত্রীরা।

রাজ্যের দুই আসন  আলিপুরদুয়ার ও কোচবিহারে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.৪ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচনী আধিকারিকরা।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, “শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে সর্বত্র।আমরা এমন কোনও অভিযোগ এখনও পাই নি, যা সমাধান করা সম্ভব নয়”

Apr 11, 2019 16:10 (IST)

 

রাজ্যের দুই আসন  আলিপুরদুয়ার ও কোচবিহারে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.৪ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচনী আধিকারিকরা।অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, "শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে সর্বত্র।আমরা এমন কোনও অভিযোগ এখনও পাই নি, যা সমাধান করা সম্ভব নয়"

Apr 11, 2019 10:30 (IST)
পশ্চিমবঙ্গে সকাল ৯ টা পর্যন্ত। ১৮.১০  শতাংশ ভোট পড়েছে
Apr 11, 2019 09:58 (IST)
কয়েকটি বুথে তৃণমূল ভোটারদের প্রভাবিত করছে বলে দাবি করলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
Apr 11, 2019 09:57 (IST)
কোচবিহারের একটা বুথে  পুনরায় ভোটের দাবি জানলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ
Apr 11, 2019 08:16 (IST)
দিনহাটার কয়েকটি জায়গায় বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ
Apr 11, 2019 08:03 (IST)
রাজ্যের দুটি কেন্দ্রের জন্য ৮৩ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
Apr 11, 2019 07:53 (IST)
কোচবিহারের বিজেপি প্রার্থী জন বার্লার অভিযোগ অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনী নেই।
Apr 11, 2019 07:32 (IST)
কোচবিহারে ভোট শুরুর আগেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। শাসক দলের দাবি বিজেপির হাতে মার খেয়েছেন তিনি।
.