This Article is From Apr 30, 2019

কুকুরের গায়ে 'পদ্মফুল' ও মোদীর জয়ধ্বনির স্টিকার লাগিয়ে গ্রেফতার মালিক

কুকুরের গোটা শরীরটা বিজেপি’র চিহ্ন পদ্মফুলের স্টিকার এবং ‘মোদী লাও, দেশ বাঁচাও’ স্টিকারে ভরা ছিল!

Advertisement
অল ইন্ডিয়া

কুকুরটি আপাতত পুলিশি হেফাজতে রয়েছে। (ছবি প্রতীকী)

মুম্বাই:

দেশের বেশ কয়েকটি রাজ্যের কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে সোমবার ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। এই রাজ্যগুলির মধ্যে ছিল মহারাষ্ট্রও। উত্তর মহারাষ্ট্রের নন্দুরবার শহরে ভারতীয় জনতা পার্টির স্টিকার লাগানো এক কুকুর এবং তার মালিককে ধরা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরবেলা আন্ধের হাসপাতালের সামনে নবনাথ নগর নামের একটি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী একনাথ মোতিরাম চৌধুরীকে তাঁর কুকুরের সঙ্গে ঘুরতে দেখা যায়। কুকুরের সঙ্গে মালিককে হরবখত ঘুরতে দেখা যায় রাস্তায়, তাই তা সাধারণভাবে অতটা চোখে লাগার মতো দৃশ্য হয়তো নয়। কিন্তু, তাঁর কুকুরটিকে একনাথ মোতিরাম যেভাবে সাজিয়েছিলেন, তা দেখে আশেপাশের সকল মানুষের চক্ষু চড়কগাছ!

দিদি, আপনি কাদার রসগোল্লায় পাথর ভরে দিলেও আমি খেয়ে নেব: নরেন্দ্র মোদী

কুকুরের গোটা শরীরটা বিজেপি'র চিহ্ন পদ্মফুলের স্টিকার এবং ‘মোদী লাও, দেশ বাঁচাও' স্টিকারে ভরা ছিল!

Advertisement

ওই অবস্থাতেই কুকুর এবং তার মালিক রাস্তা দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলে খবর যায় পুলিশের কাছে।

একনাথ মোতিরাম চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী বিধিলঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় সংবিধানের ১৭১ (এ) ধারায়। কুকুরটি আপাতত পুলিশি হেফাজতে রয়েছে।  

Advertisement
Advertisement