মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা এখনও পর্যন্ত অন্যদের থেকে বেশিঃ মন্ত্রী
হাইলাইটস
- সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সদস্য ওমপ্রকাশ রাজবর উত্তরপ্রদেশের মন্ত্রী
- নানা ইস্যুতে বিজেপির সমালোচনা করে আসছে বিজেপির এই শরিক দল
- এবার সেই দলের মন্ত্রী জানালেন মমতাই যোগ্যতম প্রধানমন্ত্রী
বারাণসী: প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী। কোনও তৃণমূল নেতা নয়, একথা বলেছেন বিজেপির সহযোগী দলের মন্ত্রী। উত্তরপ্রদেশের যোগী মন্ত্রিসভার সদস্য সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সদস্য ওমপ্রকাশ রাজবর মনে করেন প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হলেন মমতা। সংবাদ সংস্থা এএনআই তাঁর কাছে জানতে চায় সবচেয়ে সেরা প্রধানমন্ত্রীকে? উত্তরে তিনি বলেন, "সকলেই যোগ্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা এখনও পর্যন্ত অন্যদের থেকে বেশি"।
"এফআইআর করা সোজা, আগে আমার অপরাধ প্রমাণ করুক": মুকুল
কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পশ্চিমবঙ্গের বালুরঘাটে জনসভা করার কথা ছিল। সেটি বাতিল হয়ে গিয়েছিল। রাজ্য প্রশাসন হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি বলেই বাতিল হয় সভা। এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, "ওই সভার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল মমতাজির। যোগীজি নিরাপত্তার কারণে ২০১৭ সালে আমার সভা বাতিল করে দিয়েছিলেন"।
উত্তরপ্রদেশ সরকারের এই শরিক দল দীর্ঘ দিন ধরেই নানা ইস্যুতে বিজেপির সমালোচনা করে আসছে। এবার সেই দলের মন্ত্রী জানালেন মমতাই যোগ্যতম প্রধানমন্ত্রী।