Read in English
This Article is From Apr 11, 2019

বিজেপির আমলে ভারতের স্বাধীনতা এবং সংবিধান বিপন্ন: মমতা

Lok Sabha Elections 2019: চকবাজারে জনসভা থেকে মমতা বলেন দার্জিলিঙে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিজেপি (BJP)।

Advertisement
অল ইন্ডিয়া

বিজেপি দার্জিলিঙের ভাল চায় না কালিম্পঙের ভাল চায় না দাবি মমতার।

Highlights

  • বিজেপির আমলে ভারতের স্বাধীনতা এবং সংবিধান বিপন্ন: মমতা
  • আগুন লাগিয়ে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করে বিজেপিঃ মমতা
  • নির্বাচনের প্রচারে বেশ কিছু ধরে উত্তরবঙ্গেই আছেন মমতা
দার্জিলিং:

বিজেপির (BJP) আমলে ভারতের স্বাধীনতা (Indipendence) এবং সংবিধান (Constitution) বিপন্ন। নির্বাচনী (Lok Sabha Elections 2019) জনসভা থেকে এমনই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bannerjee)। দার্জিলিংয়ের চকবাজারে একটি জনসভা থেকে বৃহস্পতিবার মমতা বলেন দার্জিলিঙে যে রাজনৈতিক অস্থিরতা (Unrast) তৈরি হয়েছে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোটের সময় যত গোলমাল পাকাতে পারে ততই ওদের সুবিধা হয় আগুন লাগিয়ে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করে বিজেপি (BJP)। তারা দার্জিলিঙের ভাল চায় না কালিম্পঙের ভাল চায় না। বর্তমান সংসদ এস এস আহলুওয়ালিয়া কেউ নিশানা করে মমতা তিনি বলেন ভোটে জেতার পর আর দার্জিলিঙে আসেননি সাংসদ। পাহাড় থেকে আত্মগোপন করেছেন।

বাংলায় দুর্গা পুজো হবে না তো কি পাকিস্তানে হবে? রাজ্যে এসে হুঙ্কার অমিতের

কাশ্মীরে জঙ্গি হানার (Pulwama Terror Attack) প্রসঙ্গ উত্থাপন করেন মমতা। পাশাপাশি নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন তিনি।  তিনি বলেন,  "ভারতের স্বাধীনতা এবং সংবিধান এখন বিপদের মুখে গান্ধীজী নেতাজি স্বামী  বিবেকানন্দর  শিক্ষা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উনি এত বড় নেতা হয়েছেন যে নিজের জীবন নিয়ে সিনেমা বানাচ্ছেন। দোকান খুলে নমো শুট  বিক্রি করছেন. নির্বাচনের পরে এইসব দোকানে নমো চটিও বিক্রি হবে।  প্রধানমন্ত্রী নিজেকে বড় করে দেখানো ছাড়া,  নিজের প্রচার করা ছাড়া আর কিছুই করেননি"।

Advertisement

এবার কি খাবারেও মোদী? ভোটকেন্দ্রে পুলিশদের দেওয়া হচ্ছে নমো ফুডসের প্যাকেট!

বেশ কিছু ধরে  উত্তরবঙ্গেই আছেন মমতা।  রোজই এলাধিক সভা করছেন। গতকাল চোপড়ার সভা থেকে  মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আরএসএসের (RSS) সমর্থন নিতে ভোটে লড়ছে  কংগ্রেস। দুটি কেন্দ্রের প্রার্থীর (Comngress Candidates) নামও  করেন মমতা। তিনি বলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর  চৌধুরি এবং  জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়কে সাহায্য  করছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন রাষ্ট্রপতির (EX President) পুত্র  দুজনেই এখন সাংসদ (Member of The Parliament)। কংগ্রেসের সরকার থাকার  সময় অধীর  কেন্দ্রের মন্ত্রীও ছিলেন। চোপড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী আরও  বলেন,  বাংলায় কংগ্রেসের সঙ্গে  সিপিএম এবং  বিজেপির ফারাক নেই। তিন জনেই এক জগাই-মাধাই এবং গদাই।

Advertisement

       

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement