This Article is From Feb 22, 2019

অমানবিকতার ধর্ম প্রবর্তন করতে চাইছে ওরা, নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মমতা

আন্তর্জাতিক মাতৃ ভাষা  দিবসের একটি অনুষ্ঠান থেকে নাম না  করে  বিজেপিকে আক্রমণ করলেন  মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

অমানবিকতার ধর্ম প্রবর্তন করতে চাইছে ওরা, নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মমতা

সব ভাষাকে সম্মান জানানোর জন্য  আবেদন জানান মুখ্যমন্ত্রী

হাইলাইটস

  • নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • দেশে এক ‘অমানবিকতার ধর্ম’-এর প্রবর্তন করতে চাওয়া হচ্ছেঃ মমতা
  • ওরা ঠিক করছে এ দেশে কারা থাকবে আর কারা থাকবে নাঃমমতা
কলকাতা:

আন্তর্জাতিক মাতৃ ভাষা  দিবসের একটি অনুষ্ঠান থেকে নাম না  করে  বিজেপিকে আক্রমণ করলেন  মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিভাজনের রাজনীতি করে দেশে এক ‘অমানবিকতার ধর্ম'-এর প্রবর্তন করতে  চাওয়া  হচ্ছে । কে কী খাবে  কে কী পরবে, কার কী ধর্ম হবে  সেটাও ঠিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারপর ওরা ঠিক করছে  এ দেশে কারা থাকবে  আর কারা থাকবে না! দেশপ্রিয় পার্কের ওই  অনুষ্ঠান থেকে তিনি বলেন, ওরা নিজেদের ইচ্ছা মতো  ঠিক করে দিচ্ছে  এ দেশে কার  থাকা হবে আর কার থাকা হবে না। কে কোন ভাষায় কথা  বলবে, কে কী খাবে সেটা ওরা ঠিক করে দিচ্ছে। আসলে ওরা দেশের ইতিহাসটাই বদলে দিতে চাইছে। কেউ যদি আইনকে  নিজেদের মতো করে  ব্যবহার করতে চায় সেটা  আমরা হতে  দেব না, রুখে দেব। আমরা বিভাজনের রাজনীতিকে কোনও ভাবেই সমর্থন করি না, আগামী দিনেও করবো না।আমাদের একটাই লক্ষ্য ঐক্যবদ্ধ ভারত নির্মাণ।

চিন আপত্তি করলেও কাশ্মীরের জঙ্গি হানা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জইশ-এর নাম করল রাষ্ট্রসঙ্ঘ

এদিকে পুলওয়ামার হামলার পর এ রাজ্যেও কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মার  খেয়েছেন কাশ্মীর থেকে আসা এক শাল বিক্রেতা। আবার পরিস্থিতি এমন হয়েছে  যে গত দু'দশক এ  শহরে  বাস করা  চিকিৎসককেও কাশ্মীর বা অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। মমতা বলেন, একটা ঘটনাকে সামনে রেখে  এরকম কোনও কাজ করা  যাবে না।

এর আগে বৃহস্পতিবার সকালে সব ভাষাকে সম্মান জানানোর জন্য  আবেদন জানান মুখ্যমন্ত্রী। তবে মাতৃভাষাকে নিয়ে যে গর্বিত হওয়া উচিত সেটাও জানান তিনি। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি লেখেন, সকলকে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।সব ভাষাকে সম্মান দিন, কিন্তু মাতৃভাষাকে নিয়ে গর্বিত হন।

ভাষা ও সংস্কৃতি সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করা হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.