This Article is From Apr 12, 2019

সেনাকে সামনে রেখে মোদীর মতো ভোট চাইব না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দেশের আঞ্চলিক দলগুলি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। মানুষও তাই চাইছে। আমরা সকলে একসঙ্গে মিলেই নতুন সরকার গঠন করব।

সেনাকে সামনে রেখে মোদীর মতো ভোট চাইব না: মমতা

মোদীকে ফের আক্রমণ মমতার। (ছবি প্রতীকী)

কার্শিয়াং:

তৃণমূল (TMC) সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুক্রবার ফের বিজেপিকে (BJP) কার্শিয়াং-এর সভা থেকে আক্রমণ করে বললেন, সেনাবাহিনীর অবদানকে ‘ছোট' করে বিজেপি তাদের নিয়ে ভোট চাওয়া বন্ধ করুক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) মতো ভারতীয় সেনার নাম করে তিনি ভোটারদের কাছ থেকে ভোট চাইবেন না। তাঁর কথায়, চলতি লোকসভা নির্বাচনে (Lok Sabha election) গোটা দেশে ১০০-টি'র বেশি আসনে কিছুতেই জিততে পারবে না বিজেপি। বিজেপি বিরোধ ফ্রন্টের গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দেশের আঞ্চলিক দলগুলি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। মানুষও তাই চাইছে। আমরা সকলে একসঙ্গে মিলেই নতুন সরকার গঠন করব।

মুসলমানরা ভোট না দিলে কী করবেন মানেকা?

তিনি দেশের সেনাবাহিনীকে নিয়ে গর্বিত বলে জানিয়ে মমতা বলেন, “নরেন্দ্র মোদী যেভাবে সেনাদের সামনে রেখে নির্লজ্জের মতো ভোট চেয়ে বেড়ান, তা আমি কখনও করার কথা ভাবি না। ভাবতে পারি না”।

তিনি আরও জানান, প্রাক্তন সেনাকর্তারা রাষ্ট্রপতিকে চিঠি লিখে নির্বাচনী প্রচারে সেনাদের নাম ব্যবহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার জন্য যে আর্জি জানিয়েছেন, তাকে তিনি প্রবলভাবে সমর্থন করেন।

তিনি বলেন, বিজেপি যে বড় বড় কথা বলে যাচ্ছে, ক্ষমতায় এলে ওরা নাকি রাজ্যে এনআরসি চালু করবে! শুনে নিন আপনারা, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.