কলকাতা: লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা খচিত প্রার্থীতালিকায় (TMC Candidate) যে নামটা সকলকে অবাক করে দিয়েছে তা হল অভিনেত্রী মিমি চক্রবর্তী (candidate Mimi Chakraborty)। নাম ঘোষণা হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই তিনি তাঁর যাদবপুর কেন্দ্রের ৪৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করে দেন। অভিনয়ের বাইরে নিজের এই নতুন ভূমিকা নিয়ে উৎসাহিত মিমি জানিয়েছেন তিনি একেবারে কোমর বেঁধে প্রস্তুত লড়াইয়ের ময়দানে।
বাসুদেব আচারিয়াকে হারিয়ে আসা মুনমুন এবার লড়বেন বাবুলের বিরুদ্ধে
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ঐতিহাসিক সুগত বসুর জায়গায় এবার তৃণমূলের হয়ে লড়বেন মিমি চক্রবর্তী। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে অভিনেত্রী বলেন, “আমি শুধু চাই যে সকলে আমাকে আশীর্বাদ করুন। আমি আমার মাল্টি-টাস্কিং দক্ষতায় পূর্ণ আস্থা রাখি এবং আমি বিশ্বাস করি যে আমি নিজেকে প্রমাণ করতে সক্ষম হবই।”
প্রত্যন্ত গ্রাম এলাকায় এই ভরা গ্রীষ্মে কীভাবে প্রচারাভিযান চালাবেন তিনি জিজ্ঞাসা করা হলে মিমি চক্রবর্তী বলেন, “আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত।" চলচ্চিত্রে তাঁর কর্মজীবনে এখন শীর্ষ পর্যায়ে রয়েছেন মিমি। এরই মাঝে রাজনীতিতে যোগ দেওয়া এবং এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে অংশ নেওয়া সম্পর্কে তিনি জানান, আগে থেকে হিসেব কষে কখনই কিছু করেননি তিনি এবং জনসাধারণের কাছে পৌঁছাতে বরাবরই ভালোবাসেন তিনি।
‘আমার তো মনে হল মুকুলই কংগ্রেসে আসতে চান'; গুজব উড়িয়ে দীপা দাশমুন্সী
মিমি বলেন, “সাধারণ মানুষ আমার সিনেমা ভালোবাসেন, তাই আমি খুবই আশাবাদী। আমি সবসময় মানুষের জন্য কাজ করতেই ভালোবাসি, এবং আমার মনে হয় আমি তা আবারও করতে সক্ষম হব।"