This Article is From Jan 28, 2019

গরীবদের জন্য এবার বড় প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

রাহুল গান্ধী বলেন, এর ফলে দেশে কোনও অনাহার, অভাব থাকবে না

গরীবদের জন্য এবার বড় প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

সোমবার ছত্তিশগড়ের একটি জনসভায় এই প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী (ফাইল চিত্র)

নিউ দিল্লি:

আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রতিশ্রুতি ব্যক্ত করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।আমেরিকার সামাজির সুরক্ষার মতো এদেশে নূন্যতম আয়ের গ্যারান্টির প্রতিশ্রুতি দিলেন তিনি।এই ভাবেই এর আগে নারেগা প্রকল্পে বছরে ১০০ দিন কাজের ব্যবস্থা করে দিয়েছিল ইউপিএ সরকার।

রায়পুরের একটি জনসভায় কংগ্রেস সভাপতি বলেন, “কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, ২০১৯-এ ভোটে জিতে ক্ষমতায় এলে কংগ্রেস সরকার নূন্যতম আয়ের গ্যারান্টি দেবে”। এর অর্থ, রাহুল গান্ধী বলেন, “ভারতের প্রত্যেকটি গরীব মানুষের নূন্যতম আয় থাকবে।অর্থাৎ ভারতে আর অনাহার, গরীবী থাকবে না...এটা আমাদের দুরদৃষ্টি, এটা আমাদের প্রতিশ্রুতি”।

রাহুল-প্রিয়াঙ্কাকে আক্রমণ করতে নতুন কোডের ব্যবহার করলেন বিজেপি সভাপতি

একদশক ধরে নানা সামাজিক প্রকল্প চালু করেছে তাঁর দল।এদিন ছত্তিশগড়ের সমাবেশ থেকে রাহুল গান্ধী বলেন, “আমাদের লক্ষ লক্ষ ভাই বোন গরীবীর কষাঘাতে জর্জরিত থাকলে, নতুন ভারত তৈরি করা যাবে না”।

কংগ্রেসের পোস্টারে প্রিয়াঙ্কাই ঝাঁসি রানি! পেলেন গোরক্ষপুর কেন্দ্র থেকে ভোটে লড়ার প্রস্তাব

গত সপ্তাহেই বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছেন রাহুল গান্ধী। তাঁকে উত্তর প্রদেশের পূর্বাংশের দায়িত্ব দেওয়া হয়েছে।নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী এবং যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে।  

রাহুল গান্ধী সাফ জানিয়ে দেন, “পিছিয়ে থেকে হাঁটবে না তাঁর দল”।

.