Read in English
This Article is From Mar 20, 2019

বাজারে এবার মোদি ছাপ আবির, গেরুয়া সবুজে ‘শৌর্য গুলাল’ বিকোচ্ছে দেদার

রাজস্থানের জয়পুরে ‘শৌর্য রঙ্গোৎসব’ (Shaurya Rangotsav) নামে এই প্যাকেটগুলি পার্টি অফিসের ভিতরে অটল সাহিত্য কেন্দ্রে বিক্রি হচ্ছে।

Advertisement
ইলেকশন নিউস

মোদির ছবি দেওয়া প্যাকেটে গেরুয়া ও সবুজ আবির বিকোচ্ছে

জয়পুর :

লোকসভা নির্বাচন এসেছে, এসেছে রঙের উৎসব দোলও। প্রকৃতির রঙে রাজনীতির রঙ মেশাতে তাই বাজারে দলীয় ছাপের আবির বিকোতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাঁদের বিশেষ ‘শৌর্য গুলাল' (Shaurya Gulaal) আবিরের প্যাকেট দেদার বিকোচ্ছে বাজারে। আসলে রঙের উত্সবের মাধ্যমে জনসাধারণের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি। মোদির ছবি দিয়েও বিকোচ্ছে এই বিশেষ আবির। রাজস্থানের জয়পুরে ‘শৌর্য রঙ্গোৎসব' (Shaurya Rangotsav) নামে এই প্যাকেটগুলি পার্টি অফিসের ভিতরে অটল সাহিত্য কেন্দ্রে (Atal Sahitya Kendra) বিক্রি হচ্ছে। 

Spring Equinox Google Doodle: বসন্ত এসে গেছে! মহাবিষুবের জানান দিল গুগল ডুডল

এএনআইকে রাজস্থানের প্রচার বিভাগীয় প্রধান আশিষ জৈন জানান, ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানের বালাকোটের বিমান হামলার মতো ‘সাহসী সিদ্ধান্ত' নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহস ও বীরত্ব সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই দলের উদ্দেশ্য।

আশিষ জৈনের কথায়, “এই দোল উৎসব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এবার তা লোকসভা নির্বাচনের ঠিক আগেই পড়েছে। আমরা প্রধানমন্ত্রী মোদির নেওয়া সাহসী সিদ্ধান্তগুলি স্মরণ করার জন্য ‘শৌর্য' শব্দটি ব্যবহার করছি। পাকিস্তানে বিমান হামলা, সার্জিক্যাল স্ট্রাইক, এমনকি পণ্য ও সেবা কর (জিএসটি) প্রবর্তন সবই এর মধ্যে পড়ছে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনও প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণের বিষয়ে কথা বলেননি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করেছেন। তিনি নারী, যুব এবং সমাজের অন্যান্য বিভাগগুলির জন্য কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন।”

Advertisement

 রাজ্যের ৩৮'টি আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

প্রধানমন্ত্রী মোদির ছবি ছাপানো আবিরের প্যাকেটে মূলত দু'টি রঙ বিক্রি হচ্ছে। একটি গেরুয়া, দ্বিতীয়টি সবুজ। আশিষ বলেন, এই ধরণের দুইটি রঙ পছন্দের কারণ হল, এই রঙ সাহস এবং সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেবে। মোদি ছাপ আবিরের প্যাকেটে “ইন্ডিয়া ফার্স্ট, মোদি মাস্ট” (India first, Modi must), “শৌর্য সে আয়া রঙ্গো কি বাহার, ফির এক বার মোদি সরকার” (Shaurya se aai rangon ki bahaar phir ek baar Modi sarkaar), “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়” (Modi hai toh mumkin hai) এবং “চলো মিলকর রঙ উড়ায়ে, মোদি সঙ্গ হোলি মানায়ে” (chalo milkar rang udaayein, modi sang holi manaayein) জাতীয় নানা স্লোগান এই আবিরের প্যাকেটগুলিতে ছাপা হয়েছে।

Advertisement

আশিষের বক্তব্য, “মোদি যা বলেন তার ক্ষমতা এমনই যে তা এক ঘণ্টার মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে। উদাহরণস্বরূপ, যেই না ‘ম্যায় ভি চৌকিদার' ঘোষণা করলেন মোদি, টুইটারে কোটি কোটি মানুষ সেই স্লোগানে যোগ দিয়ে দেন।” দেশে সাত দফায় ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল এবং শেষ হবে ১৯ মে। ভোট গণনা অনুষ্ঠিত হবে ২৩ মে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement