গড়করি আগে বলেছিলেন, সাফল্য এলে সবাই তার ভাগ নিতে চায় কিন্ত ব্যর্থতার দায় কেউ নেয় না।
হাইলাইটস
- নিতিন গড়করির ভূমিকা নিয়ে জলঘোলা হয়ে চলেছে কয়েক মাস ধরে
- তাঁর একাধিক মন্তব্য বিজেপিকে অস্বস্তি ফেলেছে বলে দাবি রাজনৈতিক মহলের
- তিন রাজ্যে বিজেপির হারের পরেও আক্রমণ শানান নিতিন গড়করি
মুম্বই: কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করির ভূমিকা নিয়ে জলঘোলা হয়ে চলেছে কয়েক মাস ধরে। তাঁর একাধিক মন্তব্য বিজেপিকে অস্বস্তি ফেলেছে বলে দাবি রাজনৈতিক মহলের। আর রবিবার তিনি যা বললেন সেটাকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বার্তা বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মুম্বইতে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক নেতারা স্বপ্ন দেখান কিন্তু তা পূরণ করতে না পারলে মানুষ তাঁদের জবাব দিতে পারেন। তাই অসম্ভব কোনও কথা না দেওয়াই ভাল। আমি অকারণ স্নপ্ন দেখাই না। আমি যা বলি তাঁর একশো শতাংশই বাস্তব।
আক্রমণ শানায় কংগ্রেসও। মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফে টুইটে লেখা হয়, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন নিতিন গড়করি। মোদীজি জনতা আসছে। কয়েক মাস আগে দেশের ৫টি রাজ্যের মধ্যে তিনটিত হেরে যায় বিজেপি। এই তিনটিতেই দীর্ঘ দিন সরকারে ছিল তারা। সে সময় গড়করি বলেন, সাফল্য এলে সবাই তার ভাগ নিতে চায় কিন্ত ব্যর্থতার দায় কেউ নেয় না।
আরও পড়ুনঃ এক বিচারপতি নেই, মঙ্গলবার হবে না অযোধ্যা মামলার শুনানি
একদিন বাদেই অবশ্য অবস্থান বদলে নেন মোদী মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য। প্রাক্তন বিজেপি সভাপতি অভিযোগ করেন বিরোধী দল এবং সংবাদ মাধ্যমের একাংশ তাঁর সঙ্গে দলের শীর্ষ নেতাদের দূরত্ব তৈরি করতে চাইছে।
এরই মাঝে আরএসএসের প্রাক্তন নেতা কিশোর তিওয়ারি সঙ্ঘ চালক মোহন ভগবতকে লেখা চিঠিতে দাবি করেন নরেন্দ্র মোদীর জায়গায় নিতিন গড়করিকেই প্রধানমন্ত্রী করা হোক। তিনি লেখেন যে সমস্ত নেতা স্বৈরাচার এবং চরমপন্থায় বিশ্বাস করেন তাঁরা সমাজের পক্ষে ক্ষতিকারক। এরপরেই তিনি লেখেন মোদীর জায়গায় দায়িত্ব দেওয়া হোক নিতিন গড়করিকে। এই বিষয়টিকেও অবশ্য খারিজ করে দেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী।