This Article is From Apr 27, 2019

কী হতে চলেছে বর্ধমান-পূর্ব কেন্দ্রে, জানুন বিস্তারিত

Lok sabha elections 2019 phase 4: ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অন্য কোনও দলের আর কেউ কখনও এই কেন্দ্রে সাংসদ হননি।

কী হতে চলেছে বর্ধমান-পূর্ব কেন্দ্রে, জানুন বিস্তারিত

মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৩২ হাজার ২৪৪ জন

কলকাতা:

রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রগুলির থেকে বয়সে অনেকটাই ছোট এই লোকসভা কেন্দ্রটি। বর্ধমান-পূর্ব। প্রথম থেকেই এই আসনটি সংরক্ষিত। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের সুনীল কুমার মন্ডল। মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৩২ হাজার ২৪৪ জন। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল- রায়না (তফশিলী জাতি), জামালপুর (তফশিলী জাতি), কালনা (তফশিলী জাতি), মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া। এর আগে এই কেন্দ্রের একাধিক বিধানসভা কেন্দ্র ছিল বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সেখানকার সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে সিপিএমের প্রথম সাংসদ। তারপর থেকে বর্ধমান ছিল এই রাজ্যের সবথেকে বড় লালদুর্গ।

বাঁকুড়ার মতো আসানসোলেও মিরাকেল করতে পারবেন মুনমুন?

১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অন্য কোনও দলের আর কেউ কখনও এই কেন্দ্রে সাংসদ হননি।

এবারে বর্ধমান পূর্ব কেন্দ্রের মোট প্রার্থীর সংখ্যা ৭ জন। তবে, লড়াই এখানেও চতুর্মুখী। কংগ্রেসের প্রার্থী সিদ্ধার্থ মজুমদার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল, সিপিএমের প্রার্থী ঈশ্বর চন্দ্র দাস এবং বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাসের মধ্যে।

ভোট ২৯ এপ্রিল। কে জিতবেন, তা জানা যাবে ২৩ মে।

.