Google Doodle; দেশের পঞ্চম দফা ভোটগ্রহণ (phase 5 of the Lok Sabha election) নিয়ে বিশেষ ডুডল
নিউ দিল্লি: Lok Sabha Elections 2019: আজ ভারতে পঞ্চম দফায় (fifth phase of the national election)ভোট গ্রহণ। সারা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা সকাল থেকেই নিজেদের নাগরিক অধিকার প্রদানের জন্য ভোটের লাইনে ভিড় করেছেন। আজ উত্তর প্রদেশের ১৪ টি, রাজস্থানের ১২ টি, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে সাতটি আসনে, বিহারে পাঁচটি, ঝারখন্ডের চারটি আসনে ভোট হচ্ছে। সেই সঙ্গে ভোট হচ্ছে আন্দামান-নিকবার ও জম্মু-কাশ্মীরে। পঞ্চম দফায় সাতটি আসনের জন্য ৫১ টি লোকসভা কেন্দ্র (General Elections in India) ভোটগ্রহণ। ভারতের সেই সমস্ত নাগরিকরাই আজ ভোট দিতে পারবে, যাদের নাম ভোটার তালিকাযা আছে। ভারতের কোনো নাগরিকই ১৮ বছর বয়সের আগে ভোট দেওয়ার অধিকার লাভ করে না। সময়ের মধ্যে নিজের উপযুক্ত পরিচয় পত্র সঙ্গে নিয়ে যেকোনো ভোটার তার নাগরিক অধিকার প্রদান করতে যেতে পারে।
ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাঁরাই কেবল ভোট দিতে পারেন। ভোটাররা পোলিং বুথগুলিতে প্রতিযোগী প্রার্থীদের নাম, নির্বাচনের তারিখ এবং সময়, পরিচয়পত্র এবং ইভিএম সম্পর্কিত তথ্য পেতে পারেন।
৫৪৩ টি আসনে সাতটি দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে: ১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং ১৯ মে। গণনা ২৩ মে।
পোলিং বুথে ভোটিং প্রক্রিয়া (guide to the voting process):