নরেন্দ্র মোদী যে সবসময়েই সব পরিস্থিতিতেই নিজেকে ব্যস্ত রাখেন, তা জানে গোটা দেশবাসী
নিউ দিল্লি: ইম্ফল থেকে জুনাগড়, কোচবিহার থেকে কালিকট- ১৩'টি রাজ্য, ২৩'টি জনসভা এবং ২২ হাজার কিলোমিটারের সফর। নবরাত্রির মধ্যে এই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সফরসূচি। নবরাত্রিতে উপোস করে থাকেন প্রধানমন্ত্রী, তার মধ্যেই গড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস তীব্র দাবদাহের মধ্যেই লোকসভা নির্বাচনের (Lok Sabha election) জন্য প্রচার করে বেড়াবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটি যেন কঠিন ও কঠোর সফরসূচির সঙ্গে সমার্থক। তাঁর পাঁচ বছরের শাসনকালে অন্তত এই একটি বিষয়ে দলমত নির্বিশেষে প্রায় সকলেই সহমত। তবু, সেই মাপকাঠি দিয়ে বিচার করলেও বলা যায়, নবরাত্রির সময় প্রধানমন্ত্রীর সফরসূচি বিস্তার রীতিমত চোখ কপালে তুলে দেওয়ার মতো। নবরাত্রির সময় যে যে রাজ্যগুলিতে তিনি গিয়েছেন, সেগুলি হল- ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, গোয়া, বিহার, অসম এবং কেরালা।
"রাহুল গান্ধী তো মাস্টার্স না করেই এম ফিল হয়ে গেছেন", বললেন অরুণ জেটলি
ন'দিনের উৎসব এই নবরাত্রি। যা প্রধানত উত্তর ও মধ্য ভারতের বাসিন্দাদের মধ্যেই বেশি জনপ্রিয়। শুরু হয়েছিল ৬ এপ্রিল থেকে। শেষ হবে আগামীকাল।