This Article is From Jan 21, 2019

রাফালের জায়গায় মুখ ফসকে বোফর্স নিয়ে মন্তব্য! শরদ যাদবকে বিঁধলেন মোদী

বিহারের নেতা শরদ যাদব শনিবার কলকাতায় বিরোধীদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার রাফালের জায়গায় বোফর্স  বলে ফেলেন। পরে অবশ্য নিজের ভুল শুধরে নেন শরদ। কিন্তু বিতর্ক তবু থামেনি। এবার এই  বিষয়টিকে  নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাফালের জায়গায় মুখ ফসকে বোফর্স নিয়ে মন্তব্য! শরদ যাদবকে  বিঁধলেন মোদী
কলকাতা:

বলতে চেয়েছিলেন রাফাল ‘দুর্নীতির' কথা আর বলে ফেললেন বোফর্স কেলেঙ্কারি সম্পর্কে! বিহারের নেতা শরদ যাদব শনিবার কলকাতায় বিরোধীদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার রাফালের জায়গায় বোফর্স  বলে ফেলেন। পরে অবশ্য নিজের ভুল শুধরে নেন শরদ। কিন্তু বিতর্ক তবু থামেনি। এবার এই  বিষয়টিকে  নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর ৮ তারিখের ব্রিগেড সমাবেশ বাতিল

শরদ যাদব আগে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। জেডিইউ থেকে  বছর খানেক বেরিয়ে আসেন তিনি। এখন আছেন  বিরোধীদের সঙ্গে। সঙ্গেই সেদিনের সভাতেও ছিলেন স্বমহিমায়। ছিল কংগ্রেস। দলের দুই সাংসদের সামনেই আটের দশকে হয়ে যাওয়া এই বোফর্স  কাণ্ড নিয়ে তোপ দাগেন শরদ যাদব। যদিও তাঁর লক্ষ্য ছিল রাফাল!  

ছবিতে দেখা যায় বিষয়টি মমতাকেও ভাবাচ্ছে।  আরও দেখা  যাচ্ছে  শরদের পাশে  চলে যাচ্ছেন ডেরেক ও ব্রায়েন। সেখান থেকেই যাদবকে  তাঁর ভুল ধরিয়ে  দিচ্ছেন তিনি।  এরপর বক্তব্য শেষ  করার সময়  নিজের ভুল শুধরে নেন  তিনি। পাশ থেকে মমতাও বলেন, অনেক সময় এমন ভুল হয়ে যায়।  

'অতিথি দেব ভব', বিরোধী নেতাদের খাবার পরিবেশন করে চমক মমতার

কিন্তু বিষয়টিকে হাতছাড়া করতে  চাননি প্রধানমন্ত্রী।  এ কথা উল্লেখ করে রবিবার তিনি বলেন, কলকাতায় দলগুলি দেশকে  বাঁচানোর কথা বলেছে। আর সেখান থেকে এক নেতা  বোফর্স  নিয়ে মন্তব্য করেন। পাল্টা দেন শরদ। তিনি বলেন এর থেকেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী কতটা মরিয়া। আমি আগেই ভুল শুধরে নিয়েছি। তবু প্রধানমন্ত্রী যা করছেন তা হাস্যকর।

বিজেপিও আক্রমণ শানিয়েছে। তাদের তরফে  টুইটে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে পাশাপাশি শরদ যাদবকে  ধন্যবাদও জানানো হয়েছে।  

.