This Article is From Mar 13, 2019

রাহুল-মমতাকে আরও বেশি করে ভোটারদের উৎসাহিত করতে বললেন মোদী

রাহুল গান্ধী থেকে শুরু করে অন্য বিরোধী নেতা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আরও বেশি করে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত  করতে বললেন প্রধানমন্ত্রী।

রাহুল-মমতাকে আরও বেশি করে ভোটারদের উৎসাহিত করতে বললেন মোদী

হাইলাইটস

  • রাহুল-মমতাকে আরও বেশি করে ভোটারদের উৎসাহিত করতে বললেন মোদী
  • রণবীর সিং, ভিকি কৌশলের মত অভিনেতাদেরও ট্যাগ করেছেন মোদী
  • খেলার জগতের অনেককেও ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী
নিউ দিল্লি:

রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু করে অন্য বিরোধী নেতা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আরও বেশি করে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত  করতে বললেন প্রধানমন্ত্রী। নিজের টুইটে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও রণবীর সিং (Ranveer Sing), ভিকি কৌশলের মত অভিনেতাদেরও ট্যাগ করেছেন মোদী(PM Modi)। সেই তালিকায় দীপিকা পাদুকোন থেকে  শুরু করে খেলার জগতের অনেককেও ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, ‘অনেকে আপনাদের অনুসরণ করে। এখন জোশ দেখানোর    সময় এসেছে।' নিজের টুইটে উড়ি এবং গালি বয়ের প্রসঙ্গও উল্লেখ করেন মোদী।

  রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, মায়াবতী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং মে কে স্টালিন থেকে শুরু করে অনেককের কাছেই আবেদন করেছেন মোদী। প্রধানমন্ত্রী মোদী লেখেন সবাইকে অনুরোধ করছি আরও বেশি করে ভোটারদের উৎসাহিত করতে হবে। বেশি  করে ভোট পড়া গণতন্ত্রের পক্ষে ভাল।

প্রধানমন্ত্রী পরে আরও একটা  টুইট করেন। সেখানে তিনি  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও,ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক,কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এবং ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগমোহন রেড্ডির কথা  উল্লেখ  করেন। নীতীশ কুমার থেকে শুরু করে রামবিলাস পাসওয়ান এবং পবন চামলিংকেও তিনি বলেন, আপনাদের অনুরোধ করছি যাতে আরও বেশি মানুষ ভোট দেন।

.