সন্ধ্যে ৬ টায় শেষ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব।
নিউ দিল্লি: সাত দফার শেষে ৬ সন্ধে ৬ টায় শেষ হচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনের (Lok Sabha elections of 2019) ভোটগ্রহণ পর্ব। ২৩ মে লোকসভা নির্বাচনের ভোট গণনা। সেখানেই ঠিক হবে কেন্দ্রে সরকার গড়বে কারা। সপ্তদশ লোকসভা(17TH LOK Sabha) গঠন করবে কংগ্রেস এবং আঞ্চলিকদলগুলির জোটের সঙ্গে জোড় লড়াই বিজেপির। বারাণসী থেকে দ্বিতীয়বার ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের ওয়ানাদ এবং আমেঠি থেকে ভোটের ময়দানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবারের লোকসভা ভোটে (Loksabha Vote) ভোট দেন প্রায় ৯০ কোটি ভোটার, গতবারের তুলনায় ৯ কোটি বেশী।লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে প্রায় ১ মিলিয়ন ভোটকেন্দ্র তৈরি করা হয়।
১১ এপ্রিল প্রথম দফার ভোটে ভোটদানের হার ৬৯.৪৩ শতাংশ। ১৮ এপ্রিল দ্বিতীয় এবং ২৩ এপ্রিল তৃতীয় দফায় ৬৬ শতাংশ ভোট পড়ে। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ভোটদানের হার ছিল ৬৪ শতাংশ। ৫৭.৩৩ শতাংশ ভোট পড়ে পঞ্চম দফায়। ৬৩.৩ শতাংশ ভোট পড়েছে ষষ্ঠ দফার ভোটে। বেলা ১টা পর্যন্ত সপ্তম বা শেষ দফায় ভোটদানের হার ৪১.৬ শতাংশ।
পোল অফ পোলসের লাইভ আপডেট দেখুন এখানে:
EXIT POLL RESULTS 2019: বিজেপির সহজ জয়, পূর্বাভাস এক্সিট পোলের
EXIT POLLS 2019: ৯ আসন নিয়ে পঞ্জাবে এগিয়ে কংগ্রেস
EXIT Poll Results 2019: ১৩ আসন পেয়ে কেরলে এগিয়ে কংগ্রেস
Exit Poll Results 2019: পূর্বাভাস বলছে, ঝাড়খণ্ডে এগিয়ে বিজেপি
Poll of Exit Polls: ওড়িশায় বিজেপি ও বিজু জনতা দলের সমানে সমানে টক্কর
Poll of Exit Polls: বাংলায় ২ থেকে বেড়ে বিজেপি পেতে পারে ১৪টি আসন, অনুমান পোল অফ পোলসের
মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনাজোট পেতে পারে ৩৫ আসন, অনুমান পোল অফ পোলসে:
উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে ৪৬ আসন, মহাজোট পেতে পারে ৩২, অনুমান পোল অফ পোলসের:
পোল অফ এক্সিট পোলের পূ্র্বাভাস ১১ আসনের মধ্যে ৭টিতে এগিয়ে বিজেপি।চারটি কংগ্রেস, কোনওটিতেই নয় বিএসপি।
পোল অফ এক্সিট পোলের অনুমান, দেশে বিজেপির সহজ জয়, হরিয়ানা, দিল্লি, রাজস্থান:
কর্ণাটকে বিজেপির সহজ জয়ের পূর্বাভাস দিয়েছে দুটি আঞ্চলিক চ্যানেল:
পোল অফ পোলসে News18-এর পূর্বাভাস
মধ্যপ্রদেশে বিজেপির ব্যাপক জয়ের পূ্র্বাভাস দিয়েছে Aaj Tak:
দিল্লির ৭ আসনের মধ্যে ৭টিতেই বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছে India TV :
প্রথম পরিসংখ্যান প্রকাশ।পোল অফ পোলস:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথ মন্দির দর্শনকে আদর্শ আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। "ব্যক্তিগত কার্যকলাপের লাগাতার সম্প্রচার" বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
সাত দফায় সম্পন্ন হল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব
ষষ্ঠ দফায় রাজ্যগুলিতে ভোটদানের হার
অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ।ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে। তাজা বোমা, লাঠিচার্জ, এর সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আজ। মঙ্গলবার অমিত শাহের রোড শো চলাকালীন অশান্তি এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। তা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।
আগামিকাল সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করবেন বিএসপি নেত্রী মায়াবতী
আজ কংগ্রে্স সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।অ-বিজেপি সরকার গড়তে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। তারমধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মায়াবতী এবং অখিলেশ যাদব।আজ ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেন তিনি।
কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেখানে উন্নয়নমূলক প্রকল্পের পরিস্থিতির খোঁজ নেওয়ার পর প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন ছবি ছড়িয়ে পড়ে।বিষয়টিকে "পুরোপুরি অনৈতিক" এবং তা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস
২০১৪ এ ভুল হয়েছিল পোল অফ পোলস
রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার।উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসন। এবার জোট হয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টির। যোগী আদিত্যনাথ শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ব্যাপক প্রচার করেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
শেষ দফায় ৯১৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হয়। তারমধ্যে ছিলেন বারাণসীর প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সন্ধ্যে ৬ টায় ভোট শেষ হতেই আসছে পোল অফ পোলস
Health Warning: ভুলও হতে পারে পোল অফ পোলস