জলপাইগুড়ি: নির্বাচন কর্মীরা জলপাইগুড়ি জেলায় সোমবার জেলা নির্বাচনী অফিসারের অফিসের সামনে দাঁড়িয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে সরব হলেন। জলপাইগুড়িতে ভোট দ্বিতীয় দফায়, ১৮ এপ্রিল। ওইদিন ওই এলাকায় সম্ভাব্য অশান্তি নিয়ে স্পষ্টতই চিন্তিত এই কর্মীরা রীতিমত বিক্ষোভ করেন সোমবার। তাঁর কথায়, “নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত না হলে, ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে আমরা কাজটাই করতে পারব না”। এছাড়া, জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয় এবং জলপাইগুড়ি জিলা স্কুলেও এই দাবি তোলেন প্রিসাইডিং অফিসাররা। বিক্ষোভ প্রদর্শন করা হয় মালবাজার এবং ময়নাগুড়িতেও।
শেষমেশ পুলিশি হস্তক্ষেপ ওই বিক্ষোভগুলি উঠে যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)