নিউ দিল্লি: ফের জাঁকিয়ে উঠল ‘পুরনো' শত্রুতা! কংগ্রেস বনাম মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, আরএসএসের থেকে কংগ্রেস সাহায্য নিচ্ছে দুটি লোকসভা আসনে। মমতার এই মন্তব্যে তুমুল চটেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনও বিজেপির সঙ্গে কোথাও কোনও সমঝোতা করেছেন? প্রসঙ্গত, কেন্দ্রে প্রথমবার মমতা পূর্ণাঙ্গ মন্ত্রী হন বিজেপির আমলেই। এর আগে একটি জনসভা থেকে মমতা বলেছিলেন, বিজেপিকে একটা ভোটও দেবেন না। কংগ্রেসকেও কোনও ভোট দেবেন না। ওরা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে।
আরএসএসের সাহায্য নিয়ে রাজ্যে নির্বাচনে লড়ছে কংগ্রেসঃ মমতা
তিনি বলেন, “বহরমপুরে কংগ্রেস নেতা লড়ছেন, আমি শুনেছি আরএসএসের সাহায্য নিয়ে লড়াই করছেন তিনি। জঙ্গিপুরে আরএসএসের সাহায্য নিয়ে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে। দার্জিলিং-এ ও কংগ্রেস প্রার্থীকে সাহায্য করছে আরএসএস।”
জবাবে রাহুল গান্ধী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, আমরা নাকি বিজেপির বিরুদ্ধে আসলে লড়াই করছি না। আমরা যদি লড়াই না করি, তাহলে এই প্রশ্নের জবাব দিন যে, রাফাল ইস্যু নিয়ে প্রতিবাদ প্রথম কারা করেছিল? ‘চৌকিদার চোর হ্যায়' স্লোগানটাই বা প্রথম তুলেছিল কারা? আমরা কিন্তু কোনওদিন ভারতের কোনও রাজ্যে বিজেপির সঙ্গে সমঝোতা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনও বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন”?
নিজেদের 'সাধু' সাজিয়ে বিরোধীদের 'শয়তান' বানাতে উঠেপড়ে লেগেছে বিজেপি: ডেরেক
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের জন্মের দু'বছর পরেই এনডিএ-র জোটশরিক হন মমতা বন্দ্যোপাধ্যায়। অটলবিহারী বাজপেয়ী যে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি যথাক্রমে রেলমন্ত্রী এবং কয়লামন্ত্রী হন।