উদ্যোগপতিদের জন্য 'আকর্ষণীয়' পরিকল্পনার কথা জানাল কংগ্রেস।
নিউ দিল্লি: ক্ষমতায় এলে চাকরি নিয়ে কী কী পরিকল্পনা তাঁদের, তা আজ খোলসা করলেন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। ঠিক যে ক্ষেত্রটিতে নরেন্দ্র মোদী সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি, তারই জবাব দিলেন বৃহস্পতিবার। একটি টুইট করে তিনি জানান, নতুন উদ্যোগপতিদের (Startup businessman) ব্যবসা শুরু করার জন্য একেবারে সুবিধাজনক কয়েকটি নির্দেশিকা মানতে হবে। শুধু তাই নয়, যে যে নতুন কর্মসংস্থান তৈরি করবেন উদ্যোক্তারা, সেগুলির জন্য তাঁদের সাহায্যও করা হবে। তিনি টুইটারে লেখেন, “যুবক ও যুবতীরা, আপনারা কি নতুন ব্যবসা শুরু করতে চান? দেশের জন্য নতুন চাকরি তৈরি করতে চান? আপনাদের জন্য আমাদের চারটি পরিকল্পনা। ১) যে কোনও নতুন ব্যবসা শুরু করার জন্য প্রথম ৩ বছর সরকারের কাছ থেকে কোনও অনুমতি লাগবে না। ২) আয়করের ঝামেলাকে বিদায় করা হবে। অ্যাঞ্জেল ট্যাক্সকে (Angel tax)ও বিদায় জানানো হবে। ৩) কতগুলি চাকরি আপনি তৈরি করতে পারছেন তার ওপর নির্ভর করে সহজ ঋণ দেওয়া হবে। ৪) ব্যাঙ্ক থেকেও অনেক সহজ সুদে ঋণ পাবেন ও সরকারের থেকেও সাহায্য করা হবে”।
'মিশন শক্তি' নিয়ে রাহুলের খোঁচার তীব্র জবাব মোদীর
বহুদিন ধরেই মোদী সরকার যে কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ, তা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী ও তাঁর দল।
সরকারের স্টার্ট-আপ ইন্ডিয়া উদ্যোগও যত আশা নিয়ে শুরু হয়েছিল, তা তেমন জায়গাতে পৌছতে পারেনি বলে বহুবার আফশোস করেছেন উদ্যোগপতিরা। এছাড়া, অ্যাঞ্জেল ট্যাক্স, যা স্টার্ট-আপ ব্যবসার জন্য দিতে হয়, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন বহু ব্যবসায়ী।
শুধুমাত্র আরও বহু স্টার্ট-আপ ব্যবসা শুরু করাই নয়, অ্যাঞ্জেল ট্যাক্সের বিদায় এবং সহজ সুদে ব্যাঙ্ক থেকে ঋণের প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস।