This Article is From Apr 18, 2019

কংগ্রেস-মুক্ত না হলে দেশ দারিদ্র্য-মুক্ত হবে না: রাজনাথ

Lok Sabha Elections 2019: নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের পাশাপাশি তৃণমূলকেও একহাত নেন রাজনাথ।

কংগ্রেস-মুক্ত না হলে দেশ দারিদ্র্য-মুক্ত হবে না: রাজনাথ

একই দিনে বিজেপি সভাপতি অমিত শাহকে গব্বর সিং বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ।

হাইলাইটস

  • বৃহস্পতিবার এই ভাষাতেই কংগ্রেসকে আক্রমণ করলেন রাজনাথ
  • নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের পাশাপাশি তৃণমূলকেও একহাত নেন রাজনাথ
  • তিনি বলেন, তৃণমূলের সময় বাংলায় গণতন্ত্র সঙ্কটের মুখে পড়েছে
আমতা:

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সময় থেকে কংগ্রেস দারিদ্র্য দূর করার কথা বলে আসছে।  এখন রাহুল গান্ধীও একই কথা প্রচার করছেন। কিন্তু বাস্তব হল যতক্ষণ না দেশ থেকে কংগ্রেসকে দূর করা যাচ্ছে মানে দেশ যতদিন না পর্যন্ত দেশ কংগ্রেস-মুক্ত হচ্ছে, ততদিন দারিদ্র্য মুক্ত ভারত গড়ে তোলা সম্ভব নয়। হাওড়ায় এসে বৃহস্পতিবার  এই ভাষাতেই কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের পাশাপাশি তৃণমূলকেও একহাত নেন রাজনাথ। তিনি বলেন, "তৃণমূলের সময় বাংলায় গণতন্ত্র সঙ্কটের মুখে পড়েছে। যে কায়দায় বিরোধী দলের নেতা- কর্মীদের উপর সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে সেটা গণতন্ত্রের লক্ষণ নয়। বাংলায় আমাদের লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠা করার। তৃণমূল মা মাটি মানুষের স্লোগান কে সামনে রেখে ক্ষমতায় এসেছিল কিন্তু এখন সবাই সঙ্কটে"।

কাশ্মীরে বিয়ের পিঁড়ি থেকে সটান ভোট দিতে পৌঁছে গেলেন নবদম্পতি

প্রাকৃতিক উত্তাপকে টেক্কা দিচ্ছে নির্বাচনী উত্তাপ। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে দেশের ১১টি রাজ্যে। এ রাজ্যের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ। এরই মধ্যে রাজনৈতিক নেতা-নেত্রীরা একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন। যেদিন রাজ্যে এসে  কংগ্রেস এবং তৃণমূলকে রাজনাথ নিশানা করছেন সেদিনই বিজেপি সভাপতি অমিত শাহকে গব্বর সিং বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেকও'ব্রায়েন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন অমিত শাহ গণতন্ত্র নিয়ে যখন ভাষণ দেন তখন মনে হয় গব্বর সিং তোলাবাজির বিরুদ্ধে কথা বলছেন। এই প্রথম নয় বিজেপির শীর্ষ নেতাদের ক্রমাগত আক্রমণ চালাচ্ছে তৃণমূল। বিভিন্ন সময় একাধিক নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিটলারের মত আচরণ করেন। তাঁর কর্মকাণ্ড দেখলে হিটলার নাকি আত্মহত্যা করতেন। পাল্টা  বিজেপিও আক্রমণ চালিয়ে যাচ্ছে। রাজ্যে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে  আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন স্পিড ব্রেকার দিদি আছেন বলে বাংলায় দেশের অন্য  রাজ্যের মতো উন্নয়ন হয় না।     



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.