Lok Sabha Polls: বিরোধী দলগুলির অভিযোগ, যেখানে বলা হয়েছে ইভিএমগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অংশে।
পটনা, বিহার: রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব ইভিএম (EVMs)-এর পরিবহন ও সংরক্ষণ নিয়ে আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে (Election Commission)। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তিনি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, বাচ্চারা ইভিএম ভরা বাক্স বয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও অনবন্ধীকৃত গাড়িতে ওই বাক্স নিয়ে যাওয়ার জন্যও তিনি কমিশনের সমালোচনা করেছেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। টুইটারে হিন্দিতে তেজস্বী যাদব লেখেন— ‘বিহারে ইভিএম নিয়ে যেতে শিশু শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে।' সেই সঙ্গে তিনি আরও লেখেন— ‘ভোটযন্ত্রগুলিকে অনিবন্ধীকৃত গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যা আইনের পরিপন্থী।' তিনি আরও লেখেন— ‘ইভিএমগুলিকে মুজাফ্ফরপুরের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।'
Election 2019: ‘‘ভয় পাবেন না'': ‘নকল এগজিট পোল' নিয়ে রাহুল গান্ধীর বার্তা দলকে
বিহারের আইন প্রণেতার এহেন আক্রমণের পিছনে রয়েছে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলির অভিযোগ, যেখানে বলা হয়েছে ইভিএমগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অংশে। কারচুপির পরিমাণ নিয়ে তাঁদের আশঙ্কার কারণে বহু রাজ্যে দলীয় কর্মীরা ইভিএম স্টোরেজ রুমের বাইরে রীতিমতো ঘড়ি ধরে সতর্কতার সঙ্গে পাহারা দিয়ে চলেছেন, যতক্ষণ না গণনা শুরু হয়। উত্তরপ্রদেশের মীরাট ও রায়বেরিলি, যা গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি বলে পরিচিত ও যেখানকার আসন থেকে সনিয়া গান্ধী পুনর্নিবাচনে লড়বেন, সেখানে কংগ্রেস কর্মীরা স্টোররুমের বাইরেই বসে রয়েছেন। চণ্ডীগড়েও স্ট্রংরুমের বাইরে কংগ্রেসকর্মীরা পাহারা দিচ্ছেন যাতে ইভিএম-কে স্থানান্তরিত করা না যায়। তামিলনাডুতে ডিএমকে নেতা এম কানিমোঝি দাবি করেছেন তিনি যেখান থেকে নির্বাচনে লড়ছেন সেই থুথুকুড়ি জেলায় ভোটযন্ত্র সরিয়ে নিয়ে যেতে দেখেছেন। তিনি জানিয়েছেন, এজেন্টদের নিযুক্ত করেছেন সিসিটিভির নিরাপত্তা খতিয়ে দেখতে।
আগে ভিভিপ্যাট পরীক্ষার দাবি খারিজ করল নির্বাচন কমিশন
মঙ্গলবার নির্বাচন কমিশন (Election Commission) সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছে একটি প্রেস বিবৃতিতে। সেখানে বলা হয়েছে— ‘ভারতের নির্বাচন কমিশন জোরের সঙ্গে স্পষ্ট করে জানিয়ে দিতে চায় সমস্ত অভিযোগ ও বিবরণই সম্পূর্ণ মিথ্যে।' গত বছরের ডিসেম্বরে প্রকাশিত একটি নির্দেশিকায় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সমস্ত ইভিএমই, যার মধ্যে সংরক্ষণে রাখা যন্ত্রও রয়েছে, সবগুলিকেই ‘সব সময়ের জন্য সশস্ত্র পুলিশের তত্ত্বাবধানে' রাখা হবে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও। এছাড়াও বলা হয়েছিল— ‘সংরক্ষিত ইভিএমগুলিও ভোট হওয়া ইভিএমগুলির সঙ্গে একই সময়ে ফিরিয়ে দিতে হবে প্রাপ্তি কেন্দ্রগুলিকে।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগেই এনডিএ-র একটি বৈঠকে ইভিএম নিয়ে ‘অপ্রয়োজনীয় বিতর্ক' সম্পর্কে তাঁর উদ্বেগ প্রকাশ করেছিলেন। ১৪টির মধ্যে ১২টি এগজিট পোলের (Exit Polls) হিসেব অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-ই ক্ষমতায় ফিরবে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ২৮২ থেকে ৩৬৫টি আসন নিয়ে। গতকাল তেজস্বী যাদব ‘উত্তর ভারতে ইভিএমগুলির আকস্মিক অপসারণ' নিয়ে টুইট করেছিলেন। সেই টুইটে তিনি বলেন— ‘উত্তর ভারতে ইভিএমগুলির আকস্মিক অপসারণ সংক্রান্ত দাবি ও দৃশ্যাবলী লক্ষ করা যাচ্ছে। কেন এমন হচ্ছে? কারা এই ইভিএমগুলি সরিয়ে নিয়ে যাচ্ছে এবং কেন?'
On May 23 follow NDTV for the fastest election results.