This Article is From Apr 12, 2019

সৌমিত্র খাঁ-কে একদিনের জন্য বিষ্ণুপুরে প্রবেশের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

অবৈধ বালি খাদান এবং চাকরি দেওয়ার নাম করে পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে।

সৌমিত্র খাঁ-কে একদিনের জন্য বিষ্ণুপুরে প্রবেশের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

৯ জানুয়ারি বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

নিউ দিল্লি:

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাক্তন সাংসদ এবং অধুনা লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) বিজেপি (BJP) প্রার্থী সৌমিত্র খাঁ-কে (Soumitra Khan) নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তাঁর কেন্দ্র বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে প্রবেশ করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রসঙ্গত, সৌমিত্র খাঁ-র নামে একটি ফৌজদারি মামলা রয়েছে। অবৈধ বালি খাদান এবং চাকরি দেওয়ার নাম করে পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চটির পক্ষ থেকে জানানো হয় যে, ১৮ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের তরফ থেকে সৌমিত্র খাঁ-এর বিষ্ণুপুরে প্রবেশ করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তার বিরুদ্ধে করা আপিলকে সাদরে গ্রহণ করার চেষ্টা করছে না সুপ্রিম কোর্ট।

মুসলমানরা ভোট না দিলে কী করবেন মানেকা?

সৌমিত্র খাঁ-এর দুই কৌঁসুলি বর্ষীয়ান আইনজীবী পিএস পাতওয়ালিয়া এবং নীরজ কিষাণ কল আদালতকে জানান, ৯ জানুয়ারি বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপর দিনই তাঁর নামে অবেধ বালি খাদানের মিথ্যে মামলা রুজু করা হয়।

পাতওয়ালিয়া বলেন, “এছাড়া, আরও কয়েকটি মিথ্যে মামলা রুজু করা হয়। যেমন, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া। এক স্কুলশিক্ষকের অভিযোগ যে, সৌমিত্র খাঁ নাকি তাঁর থেকে টাকা নিয়েছেন। এই একই ঘটনা ঘটেছিল মুকুল রায়ের সময়। তবে, তাঁর বিরুদ্ধে করা মিথ্যে মামলাগুলিকে হাইকোর্ট কোনওভাবে আমল দেয়নি”।

মাত্র একদিনের জন্য সৌমিত্র খাঁ-কে বিষ্ণুপুরে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু হবে ১৬ এপ্রিল থেকে।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.