This Article is From Jan 28, 2019

মহারাষ্ট্রের জোটে আমরাই বড় শরিক, লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকের পর বিজেপিকে বার্তা শিবসেনার

দলের মুখপাত্র সঞ্জয় রাউত সাংবাদিকদের জানান, মহারাষ্ট্রে জোটে আমরাই বড় সঙ্গী। কেউ জোট প্রস্তাব  দিলে  আমরা ভেবে দেখতে পারি। বিজেপি এখনও প্রস্তাব দেয়নি।  

মহারাষ্ট্রের জোটে আমরাই বড় শরিক, লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকের পর বিজেপিকে বার্তা শিবসেনার

শুধু শিবসেনা নয় মহারাষ্ট্রের বিজেপিও লোকসভা নির্বাচনের আগে  গুরুত্বপূর্ণ  বৈঠক করছে।

হাইলাইটস

  • ২০১৪ সালের লোকসভা ভোটে জোট হয়েছিল দুটি দলের মধ্যে
  • পরে বিধানসভা নির্বাচনে একা লড়ে দুটি দল
  • একাধিক প্রসঙ্গে প্রকাশ্যে বিজেপির সমালোচনায় সরব হয় শিবসেনা
মুম্বই:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের চেষ্টা বাস্তবায়িত হওয়ার সম্ভবনা  দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে জোট করেই ভোটে লড়তে পারে শিবসেনা। এনডিএ- র বহু দিনের এই সঙ্গীর সঙ্গে গত কয়েক বছর ধরেই বিজেপির সম্পর্ক ভাল নয়। একটা সময় সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। শিবসেনা জানিয়ে দেয় লোকসভা নির্বাচনে তারা একাই লড়বে। এখন সেই সম্পর্ক ভালর দিকে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসছে  শিবসেনা। দলের প্রধান উদ্ধব ঠাকরে থেকে  শুরু করে সাংসদরা বৈঠকে হাজির ছিলেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকের পর শিবসেনা জানাল মহারাষ্ট্রের জোটে তারাই প্রধান। দলের মুখপাত্র সঞ্জয় রাউত সাংবাদিকদের জানান, মহারাষ্ট্রে জোটে আমরাই বড় সঙ্গী। কেউ জোট প্রস্তাব  দিলে  আমরা ভেবে দেখতে পারি। বিজেপি এখনও প্রস্তাব দেয়নি।    

রাহুল-প্রিয়াঙ্কাকে আক্রমণ করতে নতুন কোডের ব্যবহার করলেন বিজেপি সভাপতি

শুধু শিবসেনা নয় মহারাষ্ট্রের বিজেপিও লোকসভা নির্বাচনের আগে  গুরুত্বপূর্ণ  বৈঠক করছে। একটি সূত্র বলছে, মোট ৪৮ টি আসনের মধ্যে দুটি দলই ২৪টি করে আসনে লড়বে। একা লড়বে দলের ফল খারাপ হতে পারে বলে  মনে করেন শিবসেনার  সাংসদরা। জোটের ক্ষেত্রে সেই আশঙ্কাও কাজ করছে বলে  অনুমান রাজনৈতিক মহলের। কিন্তু কোনও দলের তরফেই এখনও স্পষ্ট করে কোনও কথা বলা হয়নি। 

বিরোধী নেতার মুসলিম স্ত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর, কী বললেন

শিবসেনার আক্রমণের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের তরফে একাধিক বার এই বার্তা স্পষ্ট করে  দেওয়া হয়েছে। তাছাড়া কয়েক দিন আগে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে প্রবেশ করা  প্রসঙ্গে  কার্যত বিজেপির উল্টো সুর শোনা গিয়েছিল শিবসেনার গলায়। বিজেপি ব্যাপারটাকে কটাক্ষ করলেও প্রশংসা করেছিল শিবসেনা। দলের তরফে  বলা হয়েছিল  সঠিক সময়ে রাজনীতি করতে এসেছেন প্রিয়াঙ্কা।

“পদত্যাগে তৈরি”, বিস্ফোরক মন্তব্য, কেন একথা বললেন মুখ্যমন্ত্রী

২০১৪ সালের  লোকসভা ভোটে জোট হয়েছিল দুটি দলের মধ্যে। ২৩ টি আসন পেয়েছিল বিজেপি। শিবসেনার দখলে  গিয়েছিল ১৮ টি। কিন্তু পরে বিধানসভা  নির্বাচনে একা লড়ে  দুটি দল। তাতে ধাক্কা খায় শিবসেনা। বিধায়ক সংখ্যা নেমে আসে  ৬৩–তে। যদিও সরকারে যায় শিবসেনা। কিন্তু পরে আবার দুটি দলের মধ্যে গোলমাল দেখা দেয়। একাধিক প্রসঙ্গে প্রকাশ্যে  বিজেপির সমালোচনায় সরব হয় শিবসেনা।

                                          

 

 

.