কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াবেন আশ্রয় শর্মা।
হাইলাইটস
- ছেলের বিরুদ্ধে প্রচার করব না, জানাল বাবা
- মান্ডির কংগ্রেস প্রার্থী আশ্রয় শর্মা
- বিজেপি থেকে টিকিট দেওয়া হয়নি তাঁকে
শিমলা: ছেলে আসন্ন লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী আশ্রয় শর্মা। ভোটে দাঁড়িয়েছেন মান্ডি লোকসভা কেন্দ্র থেকে। তাঁর বাবা হিমাচল প্রদেশের বিজেপি সরকারের শক্তিমন্ত্রী অনিল শর্মা জানালেন, যেহেতু তাঁর নিজের সন্তানই কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন ভোটে, তাই তিনি বিজেপি নেতা হওয়া সত্ত্বেও সন্তানের বিরুদ্ধে প্রচারে নামবেন না। মান্ডি লোকসভা কেন্দ্রে টিকিট দেওয়ার পরদিনই সংবাদসংস্থা পিটিআইকে এই কথা জানান অনিল শর্মা। প্রসঙ্গত, সুখরাম'র ছেলে অনিল শর্মা মান্ডি বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক। মান্ডি লোকসভা কেন্দ্রটি মোট ১৬'টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। যেহেতু তিনি মান্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তাই হিসেবমতো এই লোকসভার প্রচারেও তাঁর থাকার কথা। কিন্তু নিজের পুত্র আশ্রয় শর্মা কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে বাবার প্রচারের আশায় জল ঢেলে দিলেন।
নরেন্দ্র মোদী তো বিরিয়ানি খেতে গিয়েছিলেন পাকিস্তানে, তোপ প্রিয়াঙ্কা গান্ধীর
অনিল শর্মা বলেন, “আমি আগেই বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলাম যে, আমার পুত্র আশ্রয় শর্মা যদি কংগ্রেসে যোগ দেয়, এবং, কংগ্রেস যদি ওকে এই কেন্দ্র থেকে লড়াইয়ে নামায়, তাহলে আমি ওর বিরুদ্ধে প্রচার করব না”।
বিজেপির হিমাচলপ্রদেশের সভাপতি সতপল সিং সাত্তি বলেন, “এটা নিয়ে মিডিয়া এত বাড়াবাড়ি করছে কেন? এটা তো ওঁর (অনিল শর্মার) পরিবারের ব্যাপার”।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)