தமிழில் படிக்க Read in English
This Article is From Apr 16, 2019

‘হয় ৭৫ লাখ টাকা দিন নয়ত কিডনি বিক্রি করতে দিন,’ কমিশনের দ্বারস্থ হয়ে দাবি নির্দল প্রার্থীর

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019  মধ্যপ্রদেশের বালাঘাট আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন কিশোর সামরিতে।

Advertisement
অল ইন্ডিয়া

 নির্দল হয়ে দাঁড়ানোর আগে  এই আসন থেকে সমাজবাদী  পার্টির হয়েই ভোটে লড়েছেন তিনি।

Highlights

  • বালাঘাট আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন কিশোর সামরিতে
  • তিনি বলেন, ভোটের প্রচার শেষ হতে আর মাত্র ১৫ দিন বাকি আছে
  • আগে এই আসন থেকে সমাজবাদী পার্টির হয়েই ভোটে লড়েছেন তিনি
ভোপাল :

আগে তিনি ছিলেন সমাজবাদী পার্টির বিধায়ক (MLA Of SP) । এখন তিনি নির্দল প্রার্থী (Independent candidate )।  লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019  মধ্যপ্রদেশের বালাঘাট আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন কিশোর সামরিতে। নির্বাচন কমিশনের (Election Commission) কাছে তাঁর আবেদন হয়ে তাঁকে ৭৫ লাখ টাকা দেওয়া হোক নয়ত কিডনি বিক্রির অনুমতি দেওয়া  হোক। আর এভাবেই  ভোটে লড়ার টাকা জোগাড় করতে  চান তিনি। জেলা  নির্বাচনী আধিকারিককে (District Electoral Officer) লেখা চিঠিতে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে  ভোটের প্রচারে ৭৫ লাখ টাকা খবচ করা যাবে। আমার কাছে এত টাকা নেই। আর তাই কমিশনের কাছে আমার আবেদন হয় ৭৫ লাখ টাকা  দেওয়া হোক নয়ত কিডনি বিক্রির অনুমতি। দুটির কোনও একটি দিতেই হবে তাঁকে।                                                                      

স্বস্তি পেলেন না মায়া, কমিশনের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত

 সংবাদ সংস্থা  এএনআইকে  নিজের ইচ্ছার কথা  জানিয়েছেন প্রার্থী। তিনি বলেন, ভোটের প্রচার শেষ হতে আর মাত্র ১৫ দিন বাকি আছে । তার আগে এত টাকা আমি জোগাড় করতে পারর না। তাই আমি কমিশনের থেকে টাকা  চাইছি। আমার বিরুদ্ধে  যাঁরা যাঁরা প্রার্থী হয়েছেন তাঁদের সকলেই দুর্নীতিতে (Corruption) জড়িত। স্থানীয়দের থেকে টাকা লুঠ করে  নিজের সম্পত্তি বানিয়েছেন ওঁরা। কিন্তু আমি কাজ করবো সাধারণ মানুষের জন্য। এলাকার  উন্নয়ন করাই আমার লক্ষ্য। নির্দল হয়ে দাঁড়ানোর আগে  এই আসন থেকে সমাজবাদী  পার্টির হয়েই ভোটে লড়েছেন তিনি। এবার চার দফায় ভোট হচ্ছে মধ্যপ্রদেশে।  

Advertisement

Advertisement