Read in English
This Article is From Apr 15, 2019

ঘড়িতে রাত তিনটে, ইস্তফাপত্র হাতে যোগীর বাড়ি গেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী

Lok Sabha Elections 2019: ওমপ্রকাশ, সুহেলদেব ভারতীয় সমাজপার্টি (এসএসবি)-র নেতা।

Advertisement
অল ইন্ডিয়া

রাজভরের দল পাঁচটি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল বিজেপি কিন্তু রাজি  হয়নি।

Highlights

  • রাত তিনটেয় ইস্তফাপত্র হাতে যোগীর বাড়ি গেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী
  • ওমপ্রকাশ, সুহেলদেব ভারতীয় সমাজপার্টি (এসএসবি)-র নেতা
  • বিজেপির সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশের এই দলটির জোট আছে
লখনউ:

ঘড়িতে তখন রাত তিনটে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Chief Minister Of Uttar pradesh) বাসভবনের নিরাপত্তারক্ষীরা (Security Officials) ছাড়া আর  কেউ জেগে নেই। এমন সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের এক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। নিজের ইস্তফাপত্র (Resignation Letter) হাতে  নিয়ে যোগীর বাড়িতে  হাজির হওয়া মন্ত্রী দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে  দেখা করবেন। কিন্তু বাসভবনের কর্মীরা জানান মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন । এ কথা শুনে  চলে  যান মন্ত্রী। ওমপ্রকাশ, সুহেলদেব ভারতীয় সমাজপার্টি (এসএসবি)-র নেতা। বিজেপির সঙ্গে  পূর্ব উত্তরপ্রদেশের (Eastern Part Of Urttar Pradesh )  এই দলটির জোট আছে। কিন্তু মাঝে মধ্যেই জোট রাখা নিয়ে অনিহা দেখান ওমপ্রকাশ। তাঁর ক্ষোভ সামাল দিতে কয়েক মাস আগে তাঁকে মন্ত্রিসভায়  অন্তর্ভুক্ত করা হয়।

আচরণবিধি লঙ্ঘন করায় ৭২ ঘণ্টা প্রচার করতে পারবেন না যোগী আদিত্যনাথ

তখনকার মতো গোলমাল মিটে যায়। কিন্তু লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2019) প্রার্থী ঘোষণা নিয়ে আবার  বিতর্ক দানা বাঁধে। রাজভরের দল পাঁচটি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। বিজেপি রাজি  হয়নি। সভাপতি  অমিত শাহর (BJP President Amit Shah) সঙ্গে  বৈঠক করার পর  পূর্ব উত্তরপ্রদেশে তাদের দুটি আসন ছেড়ে দেওয়ার কথা বলেন ওমপ্রকাশ। জানা গিয়েছে  তাতেও আপত্তি করেছেন যোগী। তিনি বলেছেন ঘোষী আসন থেকে ওমপ্রকাশের দলের কেউ লড়তে পারেন তবে তাঁর নির্বাচনী প্রতীক (Electoral Symbol) হবে  পদ্মফুল। পরে বালিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, রেগে গিয়েছিলেন বলেই রাত তিনটের সময় সেখানে পৌঁছে যান। মুখ্যমন্ত্রীর বাড়ির আধিকারিকরা বলেন যোগী ঘুমোচ্ছেন তাই সকালে আসতে হবে।  কিন্তু সকালেও তাঁর সঙ্গে  যোগাযোগ করা যায়নি। তাঁর কথায়,  আমি বারবার যোগী থেকে শুরু করে অমিত শাহকে বলে আসছি আমাদের নিজেদের প্রতীকে লড়তে দেওয়া হোক। আমরা এনডিএ-র শরিক একটা-দুটো আসনে লড়তে না দিলে ভোটারদের আমরা কী বলব? এখন  নিজেরাই ২৫টি আসনে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছে ওমপ্রকাশের দল।     

Advertisement

Advertisement