ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং
হাইলাইটস
- হরিনাম সংকীর্তনে গিয়ে গানের তালে পা মেলালেন দীনেশ
- বিজয়নগর বলে একটি জায়গায় এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়
- উপস্থিত ভক্তদের কিছুটা অবাক করেই ঢোল বাজাতে থাকেন দীনেশ
কলকাতা: লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019) আসতে না আসতেই নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কেউ চলে যাচ্ছেন ধানক্ষেতে, কেউ আবার মেতে উঠছেন আড্ডায়। এবার প্রকাশ্যে এলো একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। মোবাইলে তোলা সেই ভিডিওতে হরিনাম সংকীর্তনের একটি অনুষ্ঠানে গানের সঙ্গে পা মেলাতে দেখা যাচ্ছে দীনেশকে। গত রবিবার নৈহাটির বিজয়নগর বলে একটি জায়গায় এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়ে সেখানে উপস্থিত হন দীনেশ। প্রাথমিক কথাবার্তা বলে নেওয়ার পর তৃণমূলের এই প্রবীণ নেতাকে গানের সঙ্গে সঙ্গে পা মেলাতে দেখা যায়। পাশে থাকা ঢোলও হাতে তুলে নেন দীনেশ। উপস্থিত ভক্তদের কিছুটা অবাক করেই ঢোল বাজাতে থাকেন। ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে গোটা বিষয়টাই দারুণ উপভোগ করছিলেন দীনেশ। তাছাড়া যেভাবে গানের সঙ্গে তাল রেখে তাঁকে নাচতে দেখা গেল তাতেও খুশি উপস্থিত ভক্তরা।
‘স্পিড ব্রেকার দিদি' বনাম ‘ভোটার স্ট্রাইকের দ্বৈরথে সরগরম বঙ্গ রাজনীতি
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং। মাত্র কয়েক সপ্তাহ আগেও অর্জুন ছিলেন ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক এবং স্থানীয় পুরসভার চেয়ারম্যান। বাম আমলেও এলাকায় নিজের দাপট বজায় রেখেছিলেন অর্জুন। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন তিনি কিন্তু দল রাজি হয়নি বলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান অর্জুন। একসময় দীনেশ ত্রিবেদী হয়ে নির্বাচনের যাবতীয় কাজ সামলাতেন অর্জুন। আর আজ তাঁর সঙ্গেই দীনেশের লড়াই হচ্ছে।এমতাবস্থায় প্রচারের কাজে কোনও ভাবে খামতি রাখতে রাজি নন প্রাক্তনমন্ত্রী। আর তাই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানেও ধরা দিলেন তিনি।