মোদী দাবি করেন যে, অন্তত ৪০ জন তৃণমূল বিধায়ক যোগাযোগ রেখেছেন তাঁর সঙ্গে।
নিউ দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ক্রমাগত নির্বাচন কমিশনের (Election Commission) বেঁধে দেওয়া মডেল কোড অব কন্ডাক্ট (Model Code of Conduct) লঙ্ঘন করছেন, এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, ঘোড়া কেনাবেচায় উৎসাহ দিয়ে চলেছেন নরেন্দ্র মোদী এবং বিভিন্ন মিথ্যে কথা বলে ভোটারদের ভুলপথে চালিত করছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়ান একটি চিঠি লিখে সেটি সোমবার নির্বাচন কমিশনের কাছে জমা দেন। সেখানে লেখা হয়, প্রধানমন্ত্রী দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ডেরেক জানান, তৃণমূল কংগ্রেস মনে করে, এমন কাজ বা এমন দাবি একজন প্রধানমন্ত্রী কখনওই করতে পারেন না।
প্রধানমন্ত্রী নির্লজ্জ, দল ভাঙাচ্ছেন, দলীয় সভা থেকে দাবি মমতার
ওই চিঠিতে তৃণমূল বলে, “তিনি রীতিমত ভোটারদের উসকানি দেওয়ার চেষ্টা করছেন। ‘তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন'- এই দাবি করার মধ্যে ভোটারদের ভুলপথে চালিত করার উদ্দেশ্যটি স্পষ্ট। আমরা এই ধরনের প্রচারের বিরুদ্ধে কঠোরতম ভাষায় প্রতিবাদ করি। নির্বাচন সংক্রান্ত ঘোড়া কেনাবেচার ক্ষেত্রেও এই ধরনের মন্তব্য প্রবল উসকানি দেয় বলে মনে করছি আমরা”।
নির্বাচন কমিশনকে তৃণমূল জানাল, তারা চায় এই অযৌক্তিক প্রচারপদ্ধতির ও প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক কমিশন।
নির্বাচন কমিশনের কাছে তৃণমূল এই আবেদনও করে যে, নরেন্দ্র মোদীকে অবিলম্বে তাঁর মন্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে হবে।
প্রিসাইডিং অফিসাররে বিরুদ্ধে কাজে গাফলতির অভিযোগে সরব বাবুল
ওই চিঠিটিতে আরও লেখা, “তাঁর মন্তব্যের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে নির্দিষ্ট প্রমাণ দেন, তা দেখারও অনুরোধ আমরা করছি নির্বাচন কমিশনের কাছে। যা না পারলে, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করার দায়ে তাঁর মনোনয়নপত্র যেন বাতিল করা হয় এমন উসকানিমূলক মন্তব্যের জন্য”।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন উপলক্ষে সোমবার শ্রীরামপুরের একটি জনসভা থেকে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমত আত্মবিশ্বাসের ভঙ্গিতে দাবি করেন যে, অন্তত ৪০ জন তৃণমূল বিধায়ক যোগাযোগ রেখেছেন তাঁর সঙ্গে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কেউ বাঁচাতে পারবে না।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)