টুইটার জানিয়েছে, ‘‘ভারতের প্রতি নতুন ১০ জন ভোটারের মধ্যে সাত জনই টুইটারে পাবলিক কনভারসেশনে অংশগ্রহণ করেছেন।’’
হাইলাইটস
- বৃহস্পতিবার নির্বাচনের প্রথম দিন ছিল
- ওই দিন ১.২ মিলিয়ন টুইট করা হয়েছে।
- প্রচার এবং ঘোষণা জন্য বিভিন্ন রাজনৈতিক দল টুইটারকে ব্যবহার করেছে।
নিউ দিল্লি: ৪৫.৬ মিলিয়ন টুইট রেকর্ড করল টুইটার (Twitter recorded 45.6 million tweets on its platform)। লোকসভা নির্বাচনের আগের মাসে এই সংখ্যক নির্বাচনকেন্দ্রিক টুইট পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের প্রথম দিনে ১.২ মিলিয়ন টুইট করা হয়েছে। ১৮টি রাজ্যের ৯১টি আসনের জন্য নির্বাচন হল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Modi) নাম লোকসভা নির্বাচনের সময় সবচেয়ে বেশি সংখ্যক বার টুইটে ব্যবহৃত হয়েছে। ‘হ্যাশট্যাগ লোকসভা ইলেকশন ২০১৯ কনভারসেশন অন টুইটার' নামে। টুইটারের তরফে এক মন্তব্যে জানানো হয়েছে, ‘‘প্রচার এবং ঘোষণা (ampaigns, manifestos and announcements) জন্য বিভিন্ন রাজনৈতিক দল টুইটারকে ব্যবহার করেছে। নানা সামাজিক ইস্যু এবং ভোটাররা ভোট দিতে যাচ্ছেন এমন অনেক বিষয় বারবার টুইটারে উঠে এসেছে।''
সীমান্তে কাঁদছে একরত্তি শিশু, অভিবাসনের বিশ্বসেরা ছবি তুললেন চিত্রসাংবাদিক
ইলেকশন কনভারসেশনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে জাতীয় নিরাপত্তা, ধর্ম, চাকরি, কৃষি, আয়কর এবং মার্চের ১১ থেকে এপ্রিল ১১ পর্যন্ত সময়ে বাণিজ্যের পরিস্থিতি।
টুইটার জানিয়েছে, ‘‘ভারতের প্রতি নতুন ১০ জন ভোটারের মধ্যে সাত জনই টুইটারে পাবলিক কনভারসেশনে অংশগ্রহণ করেছেন।''
বুথ সম্পর্কে কমিশনকে সঠিক তথ্য দিচ্ছে না প্রশাসন, অভিযোগ বিজেপির
সমীক্ষায় জানিয়ে জানা গিয়েছে ৫৪.৬ শতাংশ সমর্থনের উদ্দেশ্যে বা কোনও আন্দোলনের উদ্দেশ্য এবং ৫৪.৪ শতাংশ নিজেদের বক্তব্য প্রকাশের উদ্দেশ্যে টুইটাকের ব্যবহার করেছেন।
৮০ শতাংশ মানুষ বলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে কি হচ্ছে তা জানতে তারা সোশ্যাল মিডিয়ার উপরেই ভরসা করেন।