বুধবার কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার
মুম্বাই: অভিনেত্রী রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকার (Actress turned politician Urmila Matondkar) সম্প্রতি কংগ্রেস দলে যোগ দিয়েছেন। উত্তর মুম্বাই আসন থেকে লড়বেনও তিনি। শুক্রবারই উর্মিলা প্রশ্ন করেছেন যে, কেন বারেবারে তাঁর ধর্ম সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ধর্মের উর্ধ্বে রাজনীতি করতে চান তিনি। উর্মিলা বলেন, “আমার ধর্ম সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন? আমি মনে করি না যে আমি এই অধিকারটি কাউকে দিয়েছি! কারণ এটার অধিকার কেবল আমারই। আমি জানি, আমার পরিবার এটা জানে এবং আমার শ্বশুরবাড়ি জানে। আমি মনে করি সবেমাত্র শুরু হয়েছে। আমি এর উর্ধ্বে রাজনীতি করতে চাই।”
বাংলায় কিছুতেই এনআরসি চালু করতে দেব না বিজেপিকে, জানাল তৃণমূল
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে মহারাষ্ট্রের মুম্বাই উত্তর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির গোপাল চিনাইয়া শেঠি ওই আসনে জিতেছিলেন।
কংগ্রেসের মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা এবং নবনিযুক্ত মুম্বাই কংগ্রেসের প্রধান মিলিন্দ দেওরার উপস্থিতিতে বুধবার কংগ্রেসে যোগ দেন উর্মিলা মাতন্ডকার। সাত দফায় লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে এবং ১৯ মে পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রীর বক্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে নি, জানাল নির্বাচন কমিশন
১১ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম চারটি দফায় মহারাষ্ট্রে নির্বাচন হবে। ২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)