This Article is From Mar 31, 2019

চা শ্রমিকদের জীবনই ইস্যু হতে চলেছে উত্তরবঙ্গের ভোটে

Lok Sabha Elections: প্রায় ৩০০'টি চা বাগানে ৩ লক্ষের বেশি কর্মচারী রয়েছেন যাঁরা তরাই ও ডুয়ার্স অঞ্চলের চা বাগানগুলিতে কাজ করেন।

চা শ্রমিকদের জীবনই ইস্যু হতে চলেছে উত্তরবঙ্গের ভোটে

Lok Sabha Elections: বর্তমানে পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের প্রতিদিন ১৭৬ টাকা করে দেওয়া হয় নগদে

জলপাইগুড়ি:

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের চা বাগানগুলিতে চা বাগানের কর্মীদের ন্যূনতম অস্থায়ী মজুরি এবং বন্ধ চা বাগান, এই দুই ব্যাপারই মূল ইস্যু হতে চলেছে চা বাগানের জেলায় ভোটের প্রচারের ক্ষেত্রে। প্রায় ৩০০'টি চা বাগানে ৩ লক্ষের বেশি কর্মচারী রয়েছেন যাঁরা তরাই ও ডুয়ার্স অঞ্চলের চা বাগানগুলিতে কাজ করেন। এই তরাই ও ডুয়ার্স অঞ্চলগুলি যে যে জেলার মধ্যে পড়ে সেগুলি হল- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহার। বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের মধ্যে। কিছুটা রয়েছে অসমেও। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট হবে প্রথম দফায়। ১১ এপ্রিল। জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে ভোট হবে দ্বিতীয় দফায়। ১৮ এপ্রিল। ট্রেড ইউনিয়নের নেতারা বলেন যে, এই ইস্যুগুলো নিয়ে একাধিকবার সরব হয়েছেন তাঁরা। কিন্তু কখনওই কোনও সমাধানসূত্র বেরোয়নি।

এই নিয়ে একাধিক আন্দোলন হয়েছে। বিক্ষোভ হয়েছে। আলোচনাও চলেছে। কিন্তু, এই মুহূর্তে বল রয়েছে সরকারের কোর্টে। চা বাগান সূত্র থেকেই জানা গিয়েছে এই কথা। 

প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের প্রতিদিন ১৭৬ টাকা করে দেওয়া হয় নগদে। এছাড়া, নগদ বাদে রেশনেরও সুবিধা পেয়ে থাকেন তাঁরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.