தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 29, 2019

চতুর্থ দফাতেও বিক্ষিপ্ত অশান্তি, জেমুয়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ

Lok Sabha Polls 2019: বহরমপুর থেকে সকালের দিকে বেশ কিছু খবর পাওয়া গিয়েছে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দাবি করেন তৃণমূল গোলমাল করার চেষ্টা করছে।   

Advertisement
অল ইন্ডিয়া Posted by

Highlights

  • জেমুয়াতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ বেধে যায়
  • বারাবনি একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বাবুল
  • বহরমপুর সকালের দিকে বেশ কিছু গোলমালের খবর পাওয়া গিয়েছে

চতুর্থ দফাতেও (Phase 4) গোলমাল এড়ানো গেল না।  রাজ্যের ৮ টি  কেন্দ্রে আজ ভোট হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে গোলমালের (Violence In Bengal) খবর এসে পৌঁছেছে।  আসানসোলের (Asansol) জেমুয়ায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেধেছে। স্থানীয়দের দাবি কেন্দ্রীয় বাহিনী (central Force ) ছাড়া ভোট দেওয়া সম্ভব নয় ।আর সেই দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। অন্যদিকে আসানসোলের বারাবনি একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo)। তৃণমূল সমর্থকরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখায় থাকে। তাদের দাবি বাবুল  ( Babul Supriyo)  নিজের সঙ্গে কিছু গুন্ডা কে নিয়ে এসেছেন অন্যদিকে বাবুলের দাবি তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট করছেন খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। তাঁর দাবি মমতা  বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bannerjee) হারের ভয় পেয়েছেন বলেই  এ ধরনের ঘটনা  ঘটছে ।  এরই মধ্যে সকাল 9 টা পর্যন্ত দেশের অন্য রাজ্যের নিরিখে ভোট প্রদানের ব্যাপারে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ।  পশ্চিমবঙ্গে গড়ে (voting percentage today) 16 . 9 শতাংশ ভোট পড়ল।  

আগের তিন দফার রেকর্ড ভেঙে ভোট দিন, টুইটে আর্জি প্রধানমন্ত্রীর

 একইসঙ্গে বহরমপুর সকালের দিকে বেশ কিছু খবর পাওয়া গিয়েছে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দাবি করেন তৃণমূল গোলমাল করার চেষ্টা করছে।    সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে আসানসোলের কয়েকটি জায়গায় শাসকও বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। বিরোধী বিজেপি এবং সিপিএম সমর্থকদের দাবি কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয়। আবার  তৃণমূলের দাবি রাজ্য পুলিশ  দিয়েই ভোট করতে হবে।

Advertisement

ভোটের আগেই অনুব্রতকে নজরবন্দি করল কমিশন

এ নিয়েই গোলমাল বাধে। এর পাশাপাশি কয়েকটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট গ্রহণে সমস্যা হচ্ছে। এর পাশাপাশি কয়েকটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট গ্রহণে সমস্যা হচ্ছে। নদীয়ার তেহট্ট থেকেও গোলমালের খবর মিলেছে। সেখানে তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সমগ্র  পরিস্থিতির উপর নজর রাখছে নির্বাচন কমিশন।  অন্যদিকে বীরভূমের নানুর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরা সংবাদ মাধ্যমে অভিযোগ করেন, তৃণমূলের কয়েকজন তাদের ভোট কেন্দ্রে পৌঁছে দিচ্ছে না. আর তারই  পাল্টা হিসেবে তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ  উঠেছে  বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এরই মধ্যে ১১টা ২০ মিনিট নাগাদ ভোট দিলেন অনুব্রত মণ্ডল। গতকাল থেকেই তাঁকে নজরবন্দি  করেছে নির্বাচন কমিশন।

Advertisement
Advertisement