This Article is From Apr 18, 2019

৫৫ বছর উচ্চবর্ণের মানুষ ছিলেন এখন ওবিসি হয়ে গেলেন? মোদীকে কটাক্ষ তেজস্বীর

ঠিক একদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন তাঁকে আক্রমণ করা মানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের অপমানিত করা।

৫৫ বছর উচ্চবর্ণের মানুষ ছিলেন এখন ওবিসি হয়ে গেলেন? মোদীকে কটাক্ষ তেজস্বীর

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কোনও কাজ করেননি প্রধানমন্ত্রীঃ তেজস্বী।

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোটেই পিছিয়ে পড়া শ্রেণির মানুষ ননঃ তেজস্বী
  • পিছিয়ে পড়া শ্রেণির মানুষ মিথ্যা কথা বলেন নাঃ তেজস্বী
  • পিএমও একজনও ওবিসি নেই কেন, প্রশ্ন তেজস্বীর
পাটনা:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোটেই পিছিয়ে পড়া শ্রেণির মানুষ নন। এমনই দাবি করলেন লালুপুত্র তেজস্বী যাদব। ঠিক একদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন তাঁকে আক্রমণ করা মানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের অপমানিত করা। কেন এমন কথা বলেছিলেন মোদী? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, সমস্ত মোদীই চোর। এরই পাল্টা হিসেবে বুধবার মহারাষ্ট্রের সোলাপুর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, তাঁকে দুর্নীতি পরায়ন বলা মানে মোদী সম্প্রদায়ের সকল মানুষকে অপমান করা। তাঁর কথায়, ‘কংগ্রেস এবং তার সঙ্গীরা বলছে মোদী চোর। ওরা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। ওরা সমাজের সমস্ত পিছিয়ে পড়া মানুষকে অপমান করছে।'

এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে তেজস্বী বলেন, ‘মোদীজি মোটেই পিছিয়ে পড়া শ্রেণির মানুষ নন। জীবনের প্রথম ৫৫ বছর তিনি ছিলেন সমাজের উচ্চবর্গের মানুষ। আর এখন আচমকা পিছিয়ে পড়া শ্রেণির মানুষ হয়ে গেলেন। যারা প্রকৃত অর্থে পিছিয়ে পড়া শ্রেণির মানুষ হন তাঁরা কেউ মিথ্যা কথা বলেন না। আপনি (প্রধানমন্ত্রী ) কি পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের বোকা বলে মনে করেন? আর আপনি তাঁদের জন্য কী করেছেন সেটা আগে বলুন।'    

‘প্রথম স্ত্রীর নাম কেন এফিডেভিটে নেই?' কাকে ব্যক্তিগত আক্রমণ করলেন মমতা?  

বিহারে এবার পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের মতো সাত দফাতেই ভোট হচ্ছে। দ্বিতীয় দফা ভোট যেদিন নেওয়া হচ্ছে সেদিনই টুইট করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেলেন বিহারের এই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এবার বিহারে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আর জে ডি অন্যদিকে জেনিওর সঙ্গে জোট বেঁধেছে বিজেপি।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী। একথা বলার পাশাপাশি বিহারের বিরোধী দলনেতা টুইটারে লেখেন, ‘প্রিয় মোদীজি আপনি ওবিসি নন এবং আপনি তাদের জন্য কী করেছেন? প্রধানমন্ত্রীর কার্যালয় একজন ওবিসি আধিকারিক নেই কেন? দেশের কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ওবিসিদের দেখা যাচ্ছে না কেন? আপনি ওবিসিদের জন্য সংরক্ষণই বাড়াননি কেন?' এদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আদালতের দ্বারস্থ হয়ে সুশীল মোদীর দাবি, এ কথা বলে কংগ্রেস সভাপতি কোটি কোটি মানুষকে অপমান করেছেন।

.